ঢালিউড কিং শাকিব খান অভিনীত ‘শাহেনশাহ’ গত বছরের ৬ মার্চ প্রেক্ষাগৃহে মুক্তি পায়। তারপর কেটে গেছে দীর্ঘ ১৫ মাসের বেশি সময় (৪৭৬ দিন)। এই বিরতি ভেঙে গতকাল শুক্রবার প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে তার ‘নবাব এলএলবি’ সিনেমাটি। অনন্য মামুন পরিচালিত এই সিনেমা দেশের ১৬টি হলে প্রদর্শিত হচ্ছে। শাকিব খান ছাড়াও এ সিনেমায় আরো অভিনয় করেছেন-মাহিয়া মাহি, অর্চিতা স্পর্শিয়া, শহীদুজ্জামান সেলিম প্রমুখ। ২০২০ সালের ১৬ ডিসেম্বর সিনেমাটি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছিল।
এ সিনেমার সংলাপে পুলিশকে ‘হেয় করার’ অভিযোগে পর্নোগ্রাফি আইনে দায়রে করা এক মামলায় সিনেমাটির পরিচালক অনন্য মামুন ও অভিনেতা শাহীন মৃধাকে গ্রেপ্তার করে পুলিশ। ১৮ দিন কারাবাসের পর চলতি বছরের জানুয়ারিতে জামিনে মুক্তি পান তারা।
পরবর্তীতে ‘নবাব এলএলবি’ সিনেমা হলে মুক্তির জন্য বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডে জমা দেওয়া হলে ১১টি সংলাপ নিয়ে আপত্তি জানায় প্রতিষ্ঠানটি। দৃশ্যগুলো বাদ দিয়ে সেন্সর বোর্ডে পুনরায় জমা দেওয়ার পর মুক্তির অনুমতি পান এই নির্মাতা।