বোট ক্লাবে পরীমনির ১০ সেকেন্ডের ভিডিও খতিয়ে দেখবে পুলিশ

| শনিবার , ২৬ জুন, ২০২১ at ৭:২৬ পূর্বাহ্ণ

ঢাকা বোট ক্লাবে গত ৯ জুন রাতে ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদসহ কয়েকজনের দ্বারা ধর্ষণ ও হত্যাচেষ্টার শিকার হয়েছেন বলে অভিযোগ করেন চিত্রনায়িকা পরীমনি। তবে সেই রাতের ঘটনার নতুন একটি ভিডিও সমপ্রতি গণমাধ্যমে এসেছে। এতে পরীমনি ও নাসির মাহমুদকে বাগবিতণ্ডা করতে দেখা যায়। ভিডিওটি পর্যবেক্ষণ করে দেখবে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের অতিরিক্ত কমিশনার এ কে এম হাফিজ আক্তার বলেন, ভিডিওটি আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরে এসেছে। মূল মামলাটির তদন্ত ডিএমপি করছে না। ডিএমপি শুধু মাদক মামলার তদন্ত করছে। ভিডিওটির বিষয়ে তদন্ত করবে ঢাকা জেলার সাভার থানা পুলিশ। সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইনুল ইসলাম জানান, মামলার তদন্ত চলছে। তদন্ত শেষে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে। ভিডিওতে দেখা যায়, পরীমনি ক্লাবে বারের সামনে চেয়ারে বসে তার সঙ্গে থাকা অমি ও জিমিকে নিয়ে মদ পান করছেন। এ সময় দূর থেকে বোট ক্লাবের পরিচালনা পর্ষদের সদস্য নাসির মাহমুদ তাকে মদ পান করতে নিষেধ করেন। তখন পরীমনি একটি বোতল নিতে চাইলে নাসির মাহমুদ বলেন, আপনি কোনো বিদেশি মদ নিতে পারবেন না। এক পর্যায়ে তাকে নিবৃত্ত করার চেষ্টা করেন নাসির। আরও দেখা যায়, পরীমনিকে উদ্দেশ করে নাসির মাহমুদ বলেন, ‘হোয়াট ইজ দিস! প্লিজ স্টপ ইট, ডোন্ট ডু দিস, ইটস টু মাচ।’ নাসিরের কথার জবাবে পরীমনি বলেন, ‘অ্যাই যা…যা! বেরিয়ে যা!’ সূত্রে জানা যায়, মদপানে বাধা পেয়েই বেপরোয়া হয়ে ওঠেন পরীমনি। এরপর ক্ষুব্ধ পরীমনি ক্লাবে ভাঙচুর চালান। গ্লাস, প্লেট ভাঙেন, এমনকি নাসির মাহমুদের দিকে বোতলও ছুড়ে মারেন। এর আগে বোট ক্লাবের সিসিটিভি ক্যামেরায় ধারণকৃত সেই রাতের একটি ফুটেজ প্রকাশ পেয়েছে। ওই ফুটেজে দেখা যায়, গত ৯ জুন রাত ১২টা ২২ মিনিটে ঢাকা বোট ক্লাবের সামনে একটি কালো গাড়ি দাঁড়ায়। সেই গাড়ি থেকে পরীমনি, জিমি ও অমি নামেন। কিছুক্ষণ পর গাড়ি থেকে বের হন বনিও। ক্লাবের রিসিপশনেও অমির সঙ্গে পরীমনিসহ অন্যদের ঢুকতে দেখা গেছে ওই ফুটেজে। গত ১৩ জুন রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক স্ট্যাটাস দিয়ে ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগ করেন পরীমনি। স্ট্যাটাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাহায্য চান তিনি।

পূর্ববর্তী নিবন্ধচেনা ছন্দে ফিরেছে এফডিসির শুটিং
পরবর্তী নিবন্ধ৪৭৬ দিন পর ১৬ হলে শাকিব