৪৩ টাকা ভ্যাট দিয়ে ১০ হাজার টাকা পুরস্কার

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ১৫ জুন, ২০২১ at ১০:৫৭ পূর্বাহ্ণ

নগরীর নিউ মার্কেট এলাকার হোটেল গোল্ডেন ইনে ৪৩ টাকা ভ্যাটসহ ৫০০ টাকা ভাড়া দিয়ে ১০ হাজার টাকা পুরস্কার জিতেছেন নাসির উদ্দিন (৬০) নামের এক ব্যক্তি। গতকাল দুপুরে আগ্রাবাদে ভ্যাটের সৈকত সম্মেলন কক্ষে ইএফডি (ইলেকট্রনিক ফিসক্যাল ডিভাইস) লটারি বিজয়ীদের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তার হাতে পুরস্কার তুলে দেন চট্টগ্রামের কাস্টমস এঙাইজ ও ভ্যাট কমিশনার মোহাম্মদ আকবর হোসেন। উল্লেখ্য, হাটহাজারী নাজিরহাট পৌরসভার পূর্ব ফরহাদাবাদ গ্রামের বাসিন্দা নাসির গত ২৯ মে তিনি হোটেলে অবস্থান করেছিলেন। চট্টগ্রামের কাস্টমস এঙাইজ ও ভ্যাট কমিশনার মোহাম্মদ আকবর হোসেন বলেন, হোটেল গোল্ডেন ইনের একজন গ্রাহক পুরস্কার জিতেছেন। আমরা আনন্দিত। আমরা চাই ভ্যাটদাতারা ইএফডি চালান সংরক্ষণ করে সবাই পুরস্কার জিতুক। এটা আমাদের জন্য সম্মানের বিষয়। চালান সংরক্ষণ করে ৫ তারিখে ড্রয়ের দিকে নজর রাখবেন। চালান জমা দিয়ে ভ্যাটের যেকোনো অফিস থেকে সহজে পুরস্কার নেওয়া যায়। আমলাতান্ত্রিক জটিলতা ও হয়রানি নেই। এ পুরস্কার আয়করমুক্ত। এবার চট্টগ্রামে ১৬ জন চতুর্থ পুরস্কার (১০ হাজার টাকা) জিতেছেন। এর মধ্যে আগ্রাবাদ ডিভিশন থেকে ১৩ জন, চান্দগাঁও ১ জন, পটিয়া ১ জন, চট্টলা থেকে ১ জন পুরস্কার পেয়েছেন। উপ কমিশনার শাহীনূর কবির পাভেলের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে যুগ্ম কমিশনার মুশফিকুর রহমান। এছাড়া উপস্থিত ছিলেন যুগ্ম কমিশনার মো. সেলিম শেখসহ ভ্যাটের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

পূর্ববর্তী নিবন্ধসীতাকুণ্ডে ইউএনও মিল্টন রায়ের বিদায় সংবর্ধনা
পরবর্তী নিবন্ধলোহাগাড়ায় সাড়ে ৪ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ৩