করোনা সংক্রমণ রোধে সরকারি বিধিনিষেধের কারণে ৪২তম বিসিএস (বিশেষ) এর মৌখিক পরীক্ষা সাময়িকভাবে স্থগিত করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। গতকাল মঙ্গলবার পিএসসির সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ৬ হাজার ২২ জন প্রার্থীর আগামী ২৩ মে থেকে ৩০ মে পর্যন্ত নির্ধারিত মৌখিক পরীক্ষা স্থগিত করা হলো।
‘বিদ্যমান পরিস্থিতি বিবেচনায় সরকারি বিধিনিষেধ শিথিল হওয়ার পর স্বল্পতম সময়ে মৌখিক পরীক্ষার পরবর্তী নির্ধারিত তারিখ পিএসসির ওয়েবসাইটে (www.bpsc.gov.bd অথবা টেলিকট বিডি লিমিটেড -এর ওয়েবসাইটে (http://bpsc.teletalk.com.bd) বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।’











