ঈদে মামা বাড়ি বেড়াতে এসে নদীতে ডুবে শিশু নিখোঁজ

রাঙ্গুনিয়া প্রতিনিধি | বুধবার , ১৯ মে, ২০২১ at ১০:৩৫ পূর্বাহ্ণ

রাঙ্গুনিয়ায় মামা বাড়ি বেড়াতে এসে কর্ণফুলী নদীতে ডুবে নিখোঁজ হয়েছে এক শিশু। তার নাম ইমাম হোসেন ওরফে আবির (৯)। সে উপজেলার পোমরা ইউনিয়নের মোতোয়াল্লী পাড়ার সৈয়দুর রহমানের ছেলে। গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১২টার দিকে রাঙ্গুনিয়া পৌরসভার ২ নম্বর ওয়ার্ড কাঙ্গালী শাহ মাজার সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে। শিশুটি গত সোমবার মায়ের সঙ্গে মামা বাড়িতে বেড়াতে এসেছিল। ফায়ার সার্ভিসের ডুবুরি দল শিশুকে উদ্ধারের চেষ্টা চালাচ্ছে। তবে রাত সাড়ে ৯টায় এ রিপোর্ট লেখার সময় তার সন্ধান পাওয়া যায়নি।

শিশুর স্বজনরা জানান, দুপুরে আবিরসহ কয়েকজন শিশু কর্ণফুলী নদীতে গোসল করতে নামে। অন্যরা গোসল করে উঠতে পারলেও আবির পানির স্রোতে তলিয়ে যায়। জানতে চাইলে ফায়ার সার্ভিসের রাঙ্গুনিয়া স্টেশন কর্মকর্তা মো. জাহেদুর রহমান বলেন, চট্টগ্রামের ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে খবর দেয়ার পর তারা এসে এদিন দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত উদ্ধার কাজ চালিয়েও সন্ধান পায়নি। হয়ত স্রোতের টানে তার মৃতদেহ ভেসে দূরে চলে গেছে। তাকে উদ্ধারে অভিযান অব্যাহত থাকবে।

পূর্ববর্তী নিবন্ধ১৪ শতাংশ আকার বাড়িয়ে এডিপি অনুমোদন
পরবর্তী নিবন্ধ৪২তম বিসিএসের মৌখিক পরীক্ষা স্থগিত