৪০নং ওয়ার্ডে খাল ও নালা পরিস্কার কার্যক্রমের উদ্বোধন

| রবিবার , ২৩ অক্টোবর, ২০২২ at ১০:৫২ পূর্বাহ্ণ

উত্তর পতেঙ্গায় ব্যক্তিগত অর্থায়নে মশার প্রজনন ধ্বংসে পরিবেশবান্ধব ওষুধ ছিটানো ও খাল-নালা পরিষ্কার কার্যক্রমের উদ্বোধন করেছেন ৪০নং ওয়ার্ডের কাউন্সিলর ও ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি আবদুল বারেক। গতকাল শনিবার সকালে তিনি খালপাড় মাজার গলিতে উক্ত কার্যক্রমের উদ্বোধন করেন।

এ সময় তিনি বলেন, ময়লা-আবর্জনার মধ্যে মশা বংশ বিস্তার করে। বর্তমানে ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি পেয়েছে। তিনি বলেন, প্রতিদিন হাজার হাজার টাকার ভর্তুকি দিয়ে দায়িত্ব গ্রহণের পর থেকে জনগণের সেবায় মাঠে নেমে পড়েছি। মশার উপদ্রুপ থেকে ওয়ার্ডবাসীকে রক্ষা করতে এ উদ্যোগ চলমান থাকবে।

প্রতিদিন ১০ জন পরিচ্ছন্নকর্মী বিভিন্ন এলাকায় গিয়ে মশার ওষুধ ছিটাবে। এসময় আরও উপস্থিত ছিলেন সি ইউনিট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ সালামসহ অন্যান্যরা। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধনারী জাগরণে লেখিকাদের ভূমিকা অনস্বীকার্য
পরবর্তী নিবন্ধচমেকে চিকিৎসাধীন অসহায় রোগীকে আর্থিক সহায়তা