৩ ইউপি ও ১ পৌরসভায় মনোনয়ন পত্র দাখিল

মহেশখালীতে নির্বাচন

মহেশখালী প্রতিনিধি | শুক্রবার , ১৯ মার্চ, ২০২১ at ৫:৪৪ পূর্বাহ্ণ

মহেশখালীর ১টি পৌরসভা ও ৩টি ইউপি নির্বাচনে গতকাল মনোনয়ন পত্র দাখিল সম্পন্ন হয়েছে। এতে মহেশখালী পৌরসভায় মেয়র পদে ৫ জন, সাধারণ কাউন্সিলর (পুরুষ) পদে ৩১ জন এবং সংরক্ষিত কাউন্সিলর (মহিলা) পদে ১১ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। এছাড়া ৩টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৩৩ জন, সংরক্ষিত আসনে মহিলা মেম্বার পদে ৪৫ জন ও সাধারণ আসনের মেম্বার পদে ১৮৮ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন। উপজেলা নির্বাচন অফিস সূত্র এ তথ্য নিশ্চিত করেছেন। এর মধ্যে পৌরসভায় মেয়র পদে মনোনয়নপত্র দাখিল করেন মো. শাহজাহান, মো. আমজাদ হোসেন, সর্জিনা আক্তার, বর্তমান মেয়র মকছুদ মিয়া ও সাবেক মেয়র সরওয়ার আজম।
অন্যদিকে ৩ ইউপির মধ্যে কুতুবজোমে চেয়ারম্যান পদে মনোনয়ন দাখিল করেন ৬ জন। এরা হলেন মোশাররফ হোসেন খোকন, মোহাম্মদ শেখ কামাল, একরামুল হক, নুরুল আমিন খোকা, শহীদুল ইসলাম মুন্না, জাহাঙ্গীর আলম। মাতারবাড়িতে চেয়ারম্যান পদে মনোনয়ন দাখিল করেন ১২ জন। এরা হলেন, মো. ইলিয়াছ, সেলিম কুতুব উদ্দিন, মো. হারুন মুজিবুল হক, রুহুল আমিন, আবু হায়দার, আব্দুর ছাত্তার, একে খান, মো. কাউছার, মোহাম্মদ উল্লাহ, মোস্তাক আহমদ, এনামুল হক, ওসমান গনি। অপরদিকে হোয়ানক ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়ন দাখিল করলেন ১৫ জন প্রার্থী। এরা হলেন রুহুল আমিন বাবুল, এনামুল করিম, মোসলেম উদ্দিন, মোস্তফা কামাল, আনছারুল করিম, শাহানেওয়াজ সালাহ উদ্দিন, ওয়াজেদ আলী মুরাদ, শফিকুর রহমান, আব্দুর রহিম, মো. মির কাসেম, এম আব্দুল মতিন, মোহাম্মদ ফিরোজ ওয়াহিদ, মাহাবুবুল আলম, মুহাম্মদ মুহিউদ্দিন ইলাহী, হাবিবুল্লাহ। মাতারবাড়িতে সাধারণ (পুরুষ) মেম্বার পদে ৬২ জন ও সংরক্ষিত (মহিলা) মেম্বার পদে ১৯ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। হোয়ানকে সাধারণ (পুরুষ) মেম্বার পদে ৬৩ জন, সংরক্ষিত (মহিলা) মেম্বার পদে ১৪ জন মনোনয়নপত্র দাখিল করেন। কুতুবজোম ইউনিয়নে সাধারণের মেম্বার পদে ৬৩ জন ও সংরক্ষিত মহিলা আসনে ১২ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন।

পূর্ববর্তী নিবন্ধরমজানের আগেই অস্থির বাজার
পরবর্তী নিবন্ধবাসের ধাক্কা ও ট্রাক চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত