৩৮ মাস পর সার্ভার সিস্টেম চালু

জন্মনিবন্ধন সনদসহ নানান সেবা পাবে কক্সবাজারবাসী

কক্সবাজার প্রতিনিধি | বুধবার , ৭ অক্টোবর, ২০২০ at ১০:২৬ পূর্বাহ্ণ

ভোটার তালিকায় রোহিঙ্গা অন্তর্ভুক্তি ঠেকাতে ৩৮মাস ধরে বন্ধ রাখা কক্সবাজার জেলার চার পৌরসভাসহ ৭১টি ইউনিয়নের সার্ভার সিস্টেম গতকাল মঙ্গলবার থেকে ফের চালু হয়েছে। এরফলে জন্ম ও মৃত্যু সনদসহ বন্ধ থাকা সকল গুরুত্বপূর্ণ সেবা ফিরে পেল কক্সবাজারবাসী। ২০১৭ সালের আগস্টে রোহিঙ্গা ঢলের পর থেকে বন্ধ ছিল কক্সবাজার জেলার সার্ভার সিস্টেম।
এরফলে বন্ধ হয়ে যায় জন্মনিবন্ধন ও মৃত্যুনিবন্ধন সনদসহ আরো কয়েকটি গুরুত্বপূর্ণ সেবা। কিন্তু জমি রেজিস্ট্রি, পাসপোর্ট, শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি ও ভোটার হওয়াসহ নানা প্রয়োজনীয় কাজে জন্মনিবন্ধন সনদ অত্যাবশ্যকীয় হওয়ায় কক্সবাজার জেলাবাসী এনিয়ে চরম ভোগান্তিতে পড়ে। বন্ধ থাকা জন্ম ও মৃত্যুসনদসহ অন্যান্য সেবাসমূহ ফের চালু করার দাবিতে আন্দোলন করে আসছে কক্সবাজারের বিভিন্ন সামাজিক সংগঠন। এছাড়া সার্ভার স্টেশন খুলে দেওয়ার নির্দেশনা চেয়ে গতবছরের ৫ নভেম্বর নাসরিন সিদ্দিকা লিনা নামের সুপ্রীম কোর্টের এক আইনজীবী ও কক্সবাজারের বাসিন্দা বাদী হয়ে হাইকোর্টে এক রিট আবেদন করেন। তবে আন্দোলনের মুখে প্রশাসন বারবার ‘খুব শীঘ্রই’ সার্ভার স্টেশন খুলে দেওয়ার আশ্বাস দিলেও সেই আশ্বাস বাস্তবায়িত হয়েছে প্রায় ৩৮ মাস পর।
এ প্রসঙ্গে জেলা প্রশাসক মো. কামাল হোসেন বলেন, রোহিঙ্গাদের কারণে সার্ভার বন্ধ থাকায় স্থানীয়দের নানামুখী দুর্ভোগ পোহাতে হয়েছে। অবশেষে মঙ্গলবার থেকে সেই দুর্ভোগের অবসান ঘটেছে। এরআগে মঙ্গলবার সকালে অরূণোদয় স্কুলে জেলা প্রশাসন আয়োজিত এক অনুষ্ঠানে কক্সবাজার পৌরসভার মেয়র মুজিবুর রহমানের হাতে তার ব্যক্তিগত জন্মনিবন্ধন সনদ তুলে দিয়ে দীর্ঘ তিন বছরের প্রতীক্ষার অবসান ঘটান কক্সবাজারের জেলা প্রশাসন মো. কামাল হোসেন। এসময় তিনি পৌর এলাকায় জন্মনিবন্ধন সনদ প্রদান প্রক্রিয়ার আনুষ্ঠানিক উদ্বোধনও ঘোষণা করেন।
অনুষ্ঠানে স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক শ্রাবস্তী রায়, কক্সবাজার পৌরসভার মেয়র মুজিবুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আমিন আল পারভেজ, ইউনিসেফ প্রতিনিধি পেট্রিক হেলটন, সদরের নবাগত ইউএনও সুরাইয়া আকতার সুইটি ও খুরুশকুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জসিম উদ্দিন প্রমূখ বক্তব্য দেন। অনুষ্ঠানে শুধুমাত্র বাংলাদেশি নাগরিক ছাড়া কোন রোহিঙ্গা যাতে জন্মনিবন্ধন সনদ না পায় সেদিকে খেয়াল রাখতে চেয়ারম্যান-মেম্বারসহ সংশ্লিষ্ট সকলকে দৃষ্টি রাখার আহবান জানান জেলা প্রশাসক মো. কামাল হোসেন।

পূর্ববর্তী নিবন্ধবিতর্কিতদের তালিকা জমা দিতে তৃণমূলকে নির্দেশ নাছিরের
পরবর্তী নিবন্ধমন্ত্রীদের বক্তব্যে ধর্ষকরা উৎসাহিত হচ্ছে : রিজভী