বিতর্কিতদের তালিকা জমা দিতে তৃণমূলকে নির্দেশ নাছিরের

৪নং চান্দগাঁওয়ে তিন ইউনিটের কার্যকরী কমিটির সভা

| বুধবার , ৭ অক্টোবর, ২০২০ at ১০:২৫ পূর্বাহ্ণ

দলের মধ্যে কোনো বিএনপি-জামায়াতের অনুপ্রবেশ ঘটলে তাদের চিহ্নিত করে তালিকা জমা দেওয়ার জন্য তৃণমূল কমিটিকে নির্দেশ দিয়েছেন নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন। গতকাল মঙ্গলবার ৪নং চান্দগাঁওয়ে তিন ইউনিটের কার্যকরী কমিটির সভায় তিনি এ নির্দেশনা দেন।
নাছির বলেন, অনুপ্রবেশকারীরা দলের মধ্যে ঢুকে নানা বিভ্রান্তি, মতভেদ সৃষ্টি করছে। দলকে প্রশ্নবিদ্ধ করে তুলছে। দলের ভাবমূর্তি বিনষ্ট করছে। তাদের চিহ্নিতকরণে তৃণমূল নেতা-কর্মীদের ভূমিকা রাখতে হবে। আমি বিশ্বাস করি, তৃণমূলের পরীক্ষিত নেতাকর্মীরাই আগামী দিনে নেতৃত্বের আসনে বসবে এবং আসন্ন চসিক নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের বিজয় সুনিশ্চিত করবে। সভায় মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী বলেন, দলের মধ্যে এখন অনেক নেতা-কর্মীর ভিড়। কিন্তু যোগ্য ও পরীক্ষিত নেতা-কর্মীদের খুঁজে বের করতে না পারলে নেতৃত্বের সংকট কখনো দূর হবে না। তিনি কোনো সুবিধাভোগী যেন নেতৃত্বে আসতে না পারে সে ব্যাপারে সবাইকে সচেতন হওয়ার তাগিদ দেন। সভায় সভাপতিত্ব করেন এ ইউনিট সভাপতি আলী আকবর, বি ইউনিট সভাপতি শামসুল আলম ও সি ইউনিট সভাপতি ইদ্রিছ লেদু। বক্তব্য দেন মহানগর আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য সফর আলী, সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ, চৌধুরী হাসান মাহমুদ হাসনী, বন পরিবেশ বিষয়ক সম্পাদক মশিউর রহমান চৌধুরী, ত্রাণ সমাজকল্যাণ সম্পাদক হাজী মোহাম্মদ হোসেন, দিদারুল আলম চৌধুরী, আবু তাহের, শহিদুল আলম, হাজী বেলাল আহমদ, নূর আহমদ, আইয়ুব খান, নিজামউদ্দিন, সাইফুদ্দিন খালেদ, এ ইউনিট সাধারণ সম্পাদক হারুনুর রশিদ, বি ইউনিট সাধারণ সম্পাদক হাসান জামান ও সি ইউনিট সাধারণ সম্পাদক দিদারুল আলম। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধফিরেছেন মোট ২৭ মাঝিমাল্লা, নিখোঁজদের পরিবারে মাতম
পরবর্তী নিবন্ধ৩৮ মাস পর সার্ভার সিস্টেম চালু