৩৮নং ওয়ার্ডে নতুন জামে মসজিদ কবরস্থানের লাইটপোস্ট উদ্বোধন

| মঙ্গলবার , ২৫ অক্টোবর, ২০২২ at ৮:০৬ পূর্বাহ্ণ

নগরীর ৩৮নং ওয়ার্ডে ১নং সাইট নতুন জামে মসজিদ কবরস্থানের লাইটপোস্ট উদ্বোধন করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র আফরোজা (জহুর) কালাম। মসজিদ কমিটির সিনিয়র সহ সভাপতি মো. কামাল উদ্দীনের সভাপতিত্বে ও মোর্শেদ আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে আফরোজা কালাম বলেন, দলমত নির্বিশেষে দেশের মানুষের দুর্ভোগ লাঘবে ও জীবনমান উন্নয়নে নিঃস্বার্থভাবে কাজ করে যাচ্ছি। আপনাদের সহযোগিতা পেলে অতীতে যেমন আপনাদের পাশে ছিলাম, তেমনি এখনো আছি, ভবিষ্যতেও আপনাদের পাশে থাকবো। অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মো. শাহীন, এডভোকেট মো. হাসান, মো. হোসেন, মো. শাহজাহান, মো. জসিম উদ্দীন, সাহেদুর রহমান, হাবীব উল্ল্যাহ, মো. সরওয়ার আলম, মো. আবুল কালাম। অনুষ্ঠান শেষে দোয়া মাহফিল ও মোনাজাত পরিচালনা করেন মসজিদের খতিব মৌলানা বেলাল উদ্দীন নোমানী। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমিয়ানমারের পাতা ফাঁদ বাংলাদেশের চ্যালেঞ্জ
পরবর্তী নিবন্ধবাংলাদেশের বিপক্ষে দ্রুত উইকেট হারানোতেই এমন হার নেদারল্যান্ডের