নগরীর ৩৭নং ওয়ার্ড আদর্শপাড়ার যুবলীগ নেতা মোহাম্মদ রানার উদ্যোগে করোনা ও মুমূর্ষ রোগীদের অক্সিজেন, ঔষধপত্র, ডেলিভারীসহ বিভিন্ন রোগীদের হাসপাতাল, ক্লিনিকসহ বিভিন্ন গন্তব্যস্থানে পৌঁছানোর লক্ষ্যে বিনামূল্যে সিএনজি অটোরিক্সা সার্ভিস চালু করা হয়েছে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুবলীগ নেতা দেবাশীষ পাল দেবু, মো. মিজান, মো. জনি, মো. আসিফ, মো. সালাউদ্দিন, মো. রুবেল, মো. রায়হান, মো. হৃদয় ও রাকিব প্রমুখ। অনুষ্ঠানে বক্তারা করোনা মহামারীকে মোকাবেলা করার জন্য সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহবান জানান। খবর প্রেস বিজ্ঞপ্তির।