৩৩৩ নম্বরে কল করে রিকশাভ্যান পেলেন হাটহাজারীর প্রদীপ

হাটহাজারী প্রতিনিধি | শনিবার , ২৯ মে, ২০২১ at ৭:৫৪ অপরাহ্ণ

হাটহাজারী উপজেলার মির্জাপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের প্রদীপ নাথ। পেশায় একজন রিকশাভ্যান চালক।
ছোটবেলায় মা মারা গেলে তার দুই ভাই এবং জন্মগত সূত্রে ঠোঁট কাটা এক বোনকে ফেলে প্রতিবেশীদের যন্ত্রনায় অতিষ্ট হয়ে বাবা ভিটে ছাড়া হয়ে যান।
অন্য জায়গায় গিয়ে নতুন সংসার পাতেন বাবা বাবুল নাথ।
পিতামাতাহারা প্রদীপ রিকশা চালিয়ে ছোট বোনকে বিয়ে দিয়েছেন, ভাইকে বড় করেছেন। ভাই বড় হয়ে পৃথক হয়ে গেছে।
এর মধ্যে প্রদীপের বয়স হলে তিনিও বিয়ে করে রিকশা চালিয়ে সংসার চালিয়ে আসছিলেন। রিকশার ভাড়া না হলে দিনমজুরিও করতেন কোনো কোনো সময়। এর মধ্যে তার রিকশা ভ্যানটি বয়সের ভারে নষ্ট হয়ে যায়।
এরপরও কোনো উপায় না থাকায় সেই রিকশা নিয়ে কোনো রকমে সংসার চালাচ্ছিলেন।
অসহায় এই প্রদীপের মাথায় এক বুদ্ধি আসে। তিনি কয়েকদিন আগে হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে ৩৩৩ নম্বরে ফোন করেন। ইউএনও ফোন পেয়ে জিজ্ঞাসা করেন প্রদীপের ত্রাণ লাগবে কি না।
উত্তরে প্রদীপ ইউএনও মোহাম্মদ রহুল আমিনকে বলেন, তার চাল, ডাল আছে কিন্তু তার সংসার পরিচালনার একমাত্র মাধ্যম রিকশা ভ্যানটি মেরামত করে দিলে তিনি গাড়ি চালিয়ে চাল-ডাল যোগাড় করতে পারবেন।
ইউএনও তার কথার সত্যতা গোপনে যাচাই করে কথার সত্যতা পেয়ে তার জন্য একটি নতুন রিকশাভ্যান তৈরি করে দেন।
আজ শনিবার ইউএনও রিকশা ভ্যানটি প্রদীপ নাথের কাছে হস্তান্তর করেন।
পরিবার পরিচালনার জন্য নতুন রিকশা ভ্যান পেয়ে তিনি খুব খুশি।
তিনি ইউএনওকে আন্তরিক কৃতজ্ঞতা জানান।
ইউএনও মোহাম্মদ রুহুল আমিনও একজন অসহায়কে সহায়তার মাধ্যমে স্থায়ী আয়ের ব্যবস্থা করে দিতে পেরে কৃতার্থ হয়েছেন বলে উল্লেখ করেন।

পূর্ববর্তী নিবন্ধদেশে ২৪ ঘণ্টায় আর ৩৮ জনের মৃত্যু
পরবর্তী নিবন্ধকরোনা থেকে সুস্থ হয়েও পরবর্তী জটিলতায় চিকিৎসকের মৃত্যু