কাউন্সিলর পদপ্রার্থী জহৱ লাল হাজারী ইসলামাবাদ মার্কেট, নন্দনকানন ফায়ার সার্ভিস স্টেশন, সিনেমা প্যালেস, রয়েল রোড ও পুরাতন গীর্জা এলাকায় গণসংযোগ করেন গতকাল রবিবার।
এই সময় তিনি ভোটারদের কাছে নৌকা, মিষ্টি কুমড়া প্রতীকের পাশাপাশি হেলিকপ্টার প্রতীকেও ভোট চান।
গণসংযোগ চলাকালে উপস্থিত ছিলেন ইসলামাবাদ মার্কেটের সভাপতি সাইফুল আলম সাইফু, সাধারণ সম্পাদক ওসমান গণি, ক্রীড়া সম্পাদক মো. হাবিবুর রহমান, দ্বীন মোহাম্মদ, বেলাল,শামীম আজাদ রুবেল, শিবু দত্ত, সুমন রায় চৌধুরী, মিলন চক্রবর্তী, রতন দে, বিরাম চক্রবর্তী, নিপু শর্ম্মা, হানিফ জ্যাকি, স্বাগতম সিং হাজারী, নয়ন সরকার, হেমন্ত রায়, জয় চৌধুরী, প্রিয়ম দে, রাজীব সিকদার, রাজীব মল্লিক, অভিক চৌধুরী সহ প্রমুখ।