২৬ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রে মুক্তি পেতে যাওয়া ‘চেরি’ ছবিতে অভিনয়ের জন্য প্রথমে টম হল্যান্ডকে সাড়ে ১৩ কেজি ওজন কমাতে হয়েছিল। পরে ধীরে ধীরে আবার ওজন বাড়িয়ে ছিলেন তিনি। খবর বিডিনিউজের।
আর এই ছবিতে কাজের মাধ্যমে আবারও ‘অ্যাভেঞ্জার্স’ খ্যাত পরিচালকদ্বয় অ্যান্থনি এবং জো রুসোর সঙ্গে কাজ করলেন ব্রিটিশ অভিনেতা টম হল্যান্ড। ছবির পরিচালক দ্বয়ের একজন জো রুসো ‘ডেডলাইন ডটকম’কে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, টম সত্যিই ৩০ পাউন্ড ওজন কমিয়ে ছিল। ছবির প্রয়োজনে আবারও সে দ্রুত ওজন বাড়িয়ে নেয়। আর এই কাজের জন্য তার হাতে যথেষ্ট সময়ও ছিল না। মার্কিন লেখক নিকো ওয়াকার’য়ের লেখা ‘চেরি’ উপন্যাস অবলম্বনে তৈরি করা ক্রাইম-ড্রামা ভিত্তিক এই ছবিতে টম হল্যান্ড একজন সামরিক মেডিকেল অফিসারের ভূমিকায় অভিনয় করেছেন, যিনি ‘পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিজঅর্ডার বা পিটিএসডি’ অর্থাৎ দুর্ঘটনা পরবর্তী মানসিক সমস্যায় ভুগছেন। আপাতত ছবিটি মার্কিন যুক্তরাষ্ট্রের কয়েকটি হলে মুক্তি দেওয়া হলেও অ্যাপল টিভি প্লাস’য়ে মুক্তি পাবে ১২ মার্চ।