৩০ ঘণ্টা পর অপহৃত কিশোরকে ছেড়ে দিল রোহিঙ্গা সন্ত্রাসীরা

| রবিবার , ৯ অক্টোবর, ২০২২ at ৬:৫৫ পূর্বাহ্ণ

কক্সবাজারের টেকনাফ উপজেলায় অপহরণের ৩০ ঘণ্টা পর এক কিশোরকে ছেড়ে দিয়েছে ‘রোহিঙ্গা সন্ত্রাসীরা’। টেকনাফের বাহারছড়া পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ পরিদর্শক নুর মোহাম্মদ বলেন, ‘অপহরণকারীরা গতকাল শনিবার বিকাল সাড়ে ৪টায় উপজেলার বাহারছড়া ইউনিয়নের বড়ডেইল পাহাড়ি এলাকায় কিশোরকে ছেড়ে দিয়েছে।’ কিশোর আব্দুর রহমান ওরফে আবছার (১৬) বড়ডেইল এলাকার মোহাম্মদ উল্লাহের ছেলে। শুক্রবার সকালে তাকে পাহাড়ের পানের বরজ থেকে অপহরণ করে ‘রোহিঙ্গা সন্ত্রাসীরা’। এ সময় পালিয়ে আসতে গিয়ে গুলিবিদ্ধ হন পানচাষি মোহাম্মদ শরীফ (৩০)। তিনি সম্পর্কে আবছারের মামা। শরীফ এখন কক্সবাজার জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন। খবর বিডিনিউজের।
পুলিশ জানায়, শুক্রবার সকাল ১০টার দিকে বড়ডেইল পাহাড়ি এলাকায় পানের বরজে কাজ করতে যান আবছার ও শরীফ। এ সময় গহীন পাহাড় থেকে একদল ‘রোহিঙ্গা’ অস্ত্রধারী অতর্কিতে তাদের ওপর হামলে পড়ে।

পূর্ববর্তী নিবন্ধরাত ১২টার পর ইন্টারনেট বন্ধ রাখা উচিত : মন্ত্রী মোজাম্মেল
পরবর্তী নিবন্ধমহামারীর রেশ ৭৫ শতাংশ শিক্ষার্থী মানসিক সমস্যায়