৩০২ কেজি ওজনের মাখন মিয়া আর নেই

| বুধবার , ১৭ ফেব্রুয়ারি, ২০২১ at ১০:৩৪ পূর্বাহ্ণ

অস্বাভাবিক ওজন নিয়ে শেষ পর্যন্ত জীবনযুদ্ধে হেরেই গেলেন ব্রাহ্মণবাড়িয়ার ৩০২ কেজি ওজনের মাখন মিয়া (৪০)। গত সোমবার রাত ১০টায় ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে মৃত্যুবরণ করেন তিনি। মাখন ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা শহরের দক্ষিণ মৌড়াইলের মিলন মিয়ার ছেলে।
মাখনের পরিবার সূত্রে জানা যায়, অস্বাভাবিক ওজন নিয়ে মানবেতর দিন কাটাচ্ছিলেন তিনি। এছাড়া গত কয়েকদিন যাবত মাখনের শ্বাসকষ্ট ও হৃদরোগজনিত সমস্যা দেখা দেয়। সোমবার অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালে নিয়ে যান পরিবারের লোকজন। এক পর্যায়ে রাত ১০টার দিকে তার মৃত্যু হয়। খবর বাংলানিউজের।
হাসপাতালটির জরুরি বিভাগের চিকিৎসক ডা. আব্দুল্লাহ আল-মামুন জানান, প্রচণ্ড শ্বাসকষ্ট ও হৃদরোগজনিত কারণে মাখনের মৃত্যু হয়েছে। পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে। জানা যায়, ২০ বছর বয়স পর্যন্ত স্বাভাবিকই ছিলেন মাখন। তারপর হঠাৎ বাড়তে থাকে ওজন। শেষ পর্যন্ত তার ওজন ৩০২ কেজিতে থামে। চিকিৎসাও করেছেন একাধিকবার, কিন্তু অস্বাভাবিক ওজনের কারণ নির্ধারণ করতে পারেনি চিকিৎসকরা। চিকিৎসা ব্যয় বহন করতে গিয়ে নিঃস্ব মাখনের পরিবার। দুই সন্তান ও স্ত্রীকে রেখে গেছেন তিনি।

পূর্ববর্তী নিবন্ধসাতকানিয়ায় আবাদি জমি থেকে মাটি কেটে ইট ভাটায় বিক্রি
পরবর্তী নিবন্ধলোহাগাড়া ও রাউজানে গুঁড়িয়ে দেয়া হল অর্ধ ডজন ইটভাটা