চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা এবং চট্টগ্রাম জেলা ফুটবল এসোসিয়েশন আয়োজিত তৃতীয় বিভাগ ফুটবল লিগে চ্যাম্পিয়ন সাউথ এন্ড ক্লাবের খেলোয়াড়দের সংবর্ধনা অনুষ্ঠান গত ২৪ সেপ্টেম্বর সাউথ এন্ড ক্লাবের সভাপতি মো. মশিউল আলম স্বপনের সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক মো. সাইফুল্লাহ চৌধুরী সঞ্চালনায় মাদারবাড়ীতে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন সিজেকেএস সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন, বিশেষ অতিথি ছিলেন সিজেকেএস এর যুগ্ম সম্পাদক মো. আমিনুল ইসলাম, চসিক কাউন্সিলর গোলাম মোহাম্মদ জোবায়ের,হাসান মুরাদ বিপ্লব,মাদারবাড়ী উদয়ন সংঘের সাধারণ সম্পাদক নুরুল আমিন,মো. মালেক। তৃতীয় বিভাগ ফুটবল লিগে চ্যাম্পিয়ন খেলোয়াড়দের হাতে ক্রেস্ট ও ট্র্যাকসুট তুলে দেওয়া হয়। এসময় আরো উপস্থিত ছিলেন আতনানুল ইসলাম চৌধুরী, মোশাররফ হোসেন লিটন, রাশেদ, সোহেল।