৩য় বিভাগ ফুটবল লীগে বাঁশখালী উপজেলার জয়

| শনিবার , ২৮ জানুয়ারি, ২০২৩ at ৯:০৮ পূর্বাহ্ণ

চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা ও চট্টগ্রাম জেলা ফুটবল এসোসিয়েশন আয়োজিত তৃতীয় বিভাগ ফুটবল লীগের গতকালের খেলায় জয় পেয়েছে বাশঁখালী উপজেলা ক্রীড়া সংস্থা । দামপাড়া পুলিশ লাইন মাঠে অনুষ্ঠিত সুপার ফোর পর্বের দিনের প্রথম খেলায় বাশঁখালী উপজেলা ক্রীড়া সংস্থা ১০ গোলে লিটল ব্রার্দাস ক্লাবকে পরাজিত করে। বাশঁখালী উপজেলা ক্রীড়া সংস্থার পক্ষে একমাত্র গোলটি করেন জিহান । একই মাঠে অনুষ্ঠিত দিনের অপর ম্যাচে রেলওয়ে এস এ গোল শূন্য ড্র করেছে চাঁদগাও এস সি এর সাথে। আগামী ২৯ জানুয়ারী দামপাড়া পুলিশ লাইন মাঠে অনুষ্ঠিত হবে দুটি ম্যাচ। দুপুর ১২.৪৫ টায় দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হবে বাশঁখালী উপজেলা ক্রীড়া সংস্থা এবং বাংলাদেশ রেলওয়ে এস এ । দুপুর ২.৩০ টায় দ্বিতীয় ম্যাচে চাদঁগাও এস সি এর প্রতিপক্ষ লিটল ব্রার্দাস ।

পূর্ববর্তী নিবন্ধউলানিয়া দ্বীপে শুটিং করতে গিয়ে অসুস্থ ববি
পরবর্তী নিবন্ধসেন্ট মেরীস স্কুলের দুদিন ব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন