২৯ এপ্রিলের ঘূর্ণিঝড় নিয়ে আলোকচিত্র প্রদর্শনী

| রবিবার , ৩০ এপ্রিল, ২০২৩ at ৭:১৫ পূর্বাহ্ণ

১৯৯১ সালের প্রলয়ংকরী ঘূর্ণিঝড়ের দুর্লভ ছবি নিয়ে বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক দেবপ্রসাদ দাস দেবুর দুই দিনব্যাপী আলোকচিত্র প্রদর্শনী শুরু হয়েছে। গতকাল শনিবার চট্টগ্রাম প্রেস ক্লাবে চিত্র প্রদর্শনী উদ্বোধন করেন চসিক মেয়র বীর মুক্তিযোদ্ধা এম রেজাউল করিম চৌধুরী। অতিথি ছিলেন চট্টগ্রাম প্রেস ক্লাব সভাপতি সালাহ্‌উদ্দিন মো. রেজা, সাধারণ সম্পাদক দেবদুলাল ভৌমিক, সিনিয়র সহ সভাপতি চৌধুরী ফরিদ। বক্তব্য দেন, চসিকের সাবেক প্রশাসক খোরশেদ আলম সুজন।

উদ্বোধনী অনুষ্ঠানে মেয়র বলেন, ১৯৯১ সালের ২৯ এপ্রিল এক দু:সহ স্মৃতি। সে স্মৃতি এখনও কাঁদায় স্বজনহারা মানুষগুলোকে। সাংবাদিক দেবপ্রসাদ দাস দেবুর তোলা ছবিগুলিতে সেদিনের ভয়াবহতা উঠে আসে। এমন ক্ষয়ক্ষতির ঘটনা আর না ঘটার জন্য বর্তমান সরকার নানা পদক্ষেপ গ্রহণ করেছে। অরক্ষিত উপকূলে নেয়া হয়েছে প্রয়োজনীয় উদ্যোগ। গড়ে তোলা হয়েছে বেড়িবাঁধ ও আশ্রয়কেন্দ্র। নির্মাণ করা হয়েছে আউটার লিংক রোড। এছাড়া আরও নানা পদক্ষেপের কারণে আগামীতে এমন দু:সহদিন আর ফিরে আসার আশঙ্কা নেই। তারপরও মানুষের সচেতনতার প্রয়োজন রয়েছে। প্রদর্শনীতে স্থান পেয়েছে ৫২টি দুর্লভ ছবি। যেসব ছবি সে সময়ে জীবনের ঝুঁকি নিয়ে তোলা। আজ রোববার সন্ধ্যা পর্যন্ত প্রদর্শনী সবার জন্য উন্মুক্ত থাকবে।

পূর্ববর্তী নিবন্ধসরকারের উন্নয়ন চিত্র জনগণের কাছে তুলে ধরতে হবে
পরবর্তী নিবন্ধমহেশখালী জেটিতে নির্মিত হচ্ছে পানের ভাস্কর্য ও বিশ্রামাগার