সারাদেশে ৪৮ ঘন্টার কর্মবিরতি কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ ট্রাক-কাভার্ডভ্যান, ট্যাংকলরী মালিক-শ্রমিক সমন্বয় পরিষদ। এর আগে কেন্দ্রীয় সমন্বয় পরিষদের পক্ষ থেকে সরকারের নিকট আয়কর কমানোর পাশাপাশি মোট ১০ দফা দাবি জানানো হয়েছে। দাবি মেনে না নিলে আগামী ২৭ ও ২৮ সেপ্টেম্বর সারাদেশে ৪৮ ঘন্টার কর্মবিরতি পালন করবে পণ্য পরিবহনগুলো।
ঘোষিত কর্মসূচি সফল করার লক্ষ্যে গত রোববার সন্ধ্যায় নগরীর মাদারবাড়িস্থ চট্টগ্রাম বিভাগীয় পণ্য পরিবহন মালিক ফেডারেশন কার্যালয়ে সমন্বয় পরিষদ চট্টগ্রাম আঞ্চলিক শাখার উদ্যোগে প্রস্তুতিমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন পরিষদের আহ্বায়ক মো. নূরুল আবছার এবং সঞ্চালনা করেন সদস্য সচিব রবিউল মাওলা।
সভায় বক্তব্য রাখেন প্রাইমমুভার মালিক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি আবু বকর ছিদ্দিক, বন্দর ট্রাক মালিক সমিতির যুগ্ম সম্পাদক হুমায়ুন কবির সোহেল, আন্তঃজেলা মালামাল পরিবহন সংস্থা ট্রাক ও কাভার্ডভ্যান মালিক সমিতির সভাপতি হাজী মনির আহমদ,্ব দীন মোহাম্মদ, জাহাঙ্গীর মো. দস্তগীর,্ব ছালেহ আহমদ, মো. এমদাদুল হক, এম এ মান্নান মান্না, মো. সেলিম খান, মো. জাহেদ, আনিসুর রহমান রাজুসহ অন্যান্য সংগঠনের নেতৃবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি।