নন্দিরহাটে লোকনাথ ব্রহ্মচারীর আবির্ভাব উৎসব

| মঙ্গলবার , ১৪ সেপ্টেম্বর, ২০২১ at ৬:১৯ পূর্বাহ্ণ

নন্দিরহাট লোকনাথ সেবাশ্রমে লোকনাথ ব্রহ্মচারী বাবার ২৯১ তম আবির্ভাব দিবস উপলক্ষে গত ৪ ও ১০ সেপ্টেম্বর দুদিন ব্যাপি বিভিন্ন অনুষ্ঠান মালার আয়োজন করা হয়। ৪ সেপ্টেম্বর শনিবার বিভিন্ন মাঙ্গলিক কর্মসূচি পালন করা হয়। ২য় দিনে ১০ সেপ্টেম্বর এক আলোচনা সভা উজ্জ্বল আইচের সভাপতিত্বে ও অধ্যাপক টিংকু চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। এতে স্বাগত বক্তব্য রাখেন শাপলা সেন। উদ্বোধন ঘোষণা করেন সিএম পি(দক্ষিণ) উপ-পুলিশ কমিশনার বিজয় বসাক।
প্রধান অতিথি ছিলেন ইন্সটিটিউট অব ইঞ্জিনিয়ার্স চট্টগ্রাম কেন্দ্রের চেয়ারম্যান প্রকৌশলী প্রবীর কুমার সেন। উপস্থিত ছিলেন কাউন্সিলর রুমকি সেনগুপ্ত, উজ্জ্বল কুমার দেওয়ানজী। বক্তব্য রাখেন মনোজ কান্তি দে, সুব্রত বিকাশ চৌধুরী, প্রকৌশলী ঝুলন কুমার দাশ, অশেষ কুমার পুরোহিত, প্রনব সাহা বাবলু, লায়ন তপন কান্তি দত্ত, প্রতাপ ধর, মিঠুন রায়, সুব্রত ভৌমিক, মোহন লাল দাশ, প্রদীপ চক্রবর্তী, সুজন কুমার ভৌমিক প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবাঁশখালীতে খুন করে বরিশালে আত্মগোপন, গ্রেপ্তার ৪
পরবর্তী নিবন্ধ২৭-২৮ সেপ্টেম্বর পণ্য পরিবহনে ৪৮ ঘণ্টার কর্মবিরতি