চেক প্রতারণা মামলায় এক গাড়ি ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ডবলমুরিং থানা পুলিশ। গ্রাহকের কাছ থেকে ২৭ লাখ টাকা নিয়ে গাড়ি না দিয়ে উল্টো চেকের মাধ্যমে টাকা ফেরতের নামে প্রতারণার অভিযোগে তার বিরুদ্ধে মামলা করেছেন ভুক্তভোগী। গত সোমবার রাতে নগরীর ডবলমুরিং থানা পুলিশ গাড়ি আমদানিকারক প্রতিষ্ঠান এন এইচ এন্টারপ্রাইজের মালিক আরিফুর রহমান সিদ্দিকী নামের এই ব্যবসায়ীকে আগ্রাবাদ চৌমুহনী এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাশেম ভূঁইয়া গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত আরিফুর রহমান নগরীর আগ্রাবাদ এলাকার রিকন্ডিশন গাড়ি আমদানিকারক প্রতিষ্ঠান এন এইচ এন্টারপ্রাইজের মালিক। ২৭ লাখ টাকার চেক প্রতারণার মামলায় আদালত কর্তৃক তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি থাকায় সোমবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। আজ (মঙ্গলবার) তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।