১৩নং পাহাড়তলী ওয়ার্ডে গণসংযোগকালে ধানের শীষ ও ঘুড়ি প্রতীকে ভোট দেয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি মনোনীত কাউন্সিলর প্রার্থী জাহাঙ্গীর আলম দুলাল।
আজ শনিবার (১৬ জানুয়ারি) বি.ডব্লিউ-১/এল-৯৩-লিচু বাগান-সেগুনবাগান ব্র্যাক-ইসলামিক স্কুল-মাছ কলোনি-পোড়া কলোনি-পানির ট্যাংকি ও অফিসার্স কলোনিতে ধানের শীষ-ঘুড়ি প্রতীকের পক্ষে গণসংযোগ করেন তিনি।
তিনি নির্বাচিত হলে এলাকাকে মাদক ও সন্ত্রাসমুক্ত করে গ্রিন, ক্লিন ও হেলদি ওয়ার্ড হিসেবে গড়ে তুলবেন বলে জানান এসময়।