২৬ বছর পর ৩৯ নম্বর ওয়ার্ড আ. লীগ পেল নতুন কমিটি

সভাপতি আসলাম- সাধারণ সম্পাদক সুমন

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ১৮ নভেম্বর, ২০২২ at ৪:১০ পূর্বাহ্ণ

২৬ বছর পর মহানগর আওয়ামী লীগের ৩৯ নম্বর দক্ষিণ হালিশহর ওয়ার্ড আওয়ামী লীগ পেল নতুন কমিটি। গতকাল সকালে নগরীর ইপিজেড থানাধীন দক্ষিণ হালিশহর উচ্চ বিদ্যালয়ের মাঠে ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহাতাব উদ্দিন চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন।
ওয়ার্ড আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সুলতান নাছিরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ, চৌধুরী হাসান মাহমুদ হাসনী, নগর অওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য শফর আলী, মহানগর আওয়ামী লীগের কার্যকরী সদস্য রোটারিয়ান হাজী মোহাম্মদ ইলিয়াছ। সম্মেলনের উদ্বোধন করেন ইপিজেড থানা আওয়ামী লীগের সভাপতি হারুনুর রশীদ। আ জ ম নাছির উদ্দীন বলেন, আগামী নির্বাচনে নৌকার জয়লাভে সাংগঠনিক শক্তি বৃদ্ধির
বিকল্প নেই। স্বাধীনতাবিরোধী পরাশক্তি ও অগ্নিসন্ত্রাস নির্মূলে সাধারণ জনগণ নৌকায় ভোট দিবে। নতুন নেতৃত্বের মাধ্যমে তৃণমূল থেকে সাংগঠনকে শক্তিশালী করতে হবে বলেও মন্তব্য করেন তিনি ।
সভাপতির বক্তব্যে নগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহাতাব উদ্দিন চৌধুরী বলেন, প্রকৃত অর্থে আওয়ামী লীগকে ভালোবাসলে-জননেত্রী শেখ হাসিনার আদর্শকে লালন করলে দলের সিদ্ধান্ত মানতে হবে। দলের কর্মী হিসেবে দলের সকল কর্মকাণ্ডে নিজেকের সক্রিয় রাখতে হবে। সামনে আমাদের জাতীয় নির্বাচন। নির্বাচনকে কেন্দ্র করে স্বাধীনতা বিরোধী বিএনপি-জামাতচক্র দেশকে অস্থিতিশীল করে তোলার চেষ্টা করছে। তাদের বিরুদ্ধে আমাদের সকল নেতাকর্মীকে সক্রিয় থাকতে হবে। আগামী ৪ ডিসেম্বর আওয়ামী লীগ সভাপতি জননেত্রী শেখ হাসিনা চট্টগ্রাম আসবেন। পলোগ্রাউন্ডের জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখবেন। প্রধানমন্ত্রীর জনসভাকে সফল করার জন্য আজকে থেকে সবাইকে এলাকায় এলাকায় কাজ করতে হবে। জনগণকে উদ্বুদ্ধ করতে হবে।
সম্মেলন শেষে সাবেক কাউন্সিলর মো. আসলামকে সভাপতি ও বর্তমান কাউন্সিলর জিয়াউল হক সুমনকে সাধারণ সম্পাদক করে ৩৯ নম্বর দক্ষিণ হালিশহর ওয়ার্ড আওয়ামী লীগের কমিটি ঘোষণা করা হয়।

পূর্ববর্তী নিবন্ধনগরীর থানা, ওয়ার্ড ও ইউনিট আওয়ামী লীগের সম্মেলন ৪ ডিসেম্বর পর্যন্ত স্থগিত
পরবর্তী নিবন্ধসরকার এমন করছে, যেন ১০ ডিসেম্বর ঢাকায় যুদ্ধ হবে : ফখরুল