২৫ হাজার গ্রাহকের ডিমান্ড নোটের টাকা ফেরতের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি

আবাসিকে গ্যাস সংযোগ

| মঙ্গলবার , ১৫ জুন, ২০২১ at ১০:৫৫ পূর্বাহ্ণ

চট্টগ্রামে আবাসিক গ্যাস সংযোগের জন্য জমাকৃত ডিমান্ডনোটের অর্থ ফেরতের সিদ্ধান্ত বাতিলের দাবিতে গত রোববার চট্টগ্রাম গ্রাহক পরিষদের উদ্যোগে বিক্ষোভ অনুষ্ঠিত হয়। মিছিলটি বহদ্দারহাট থেকে শুরু হয়ে বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে। মিছিল শেষে গ্রাহক পরিষদের সাধারণ সম্পাদক আবুল বাশারের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক মো. নুর নবীর পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন এস এম নুরুল আলম। বিশেষ অতিথি ছিলেন গ্রাহক পরিষদের সহ সভাপতি মো. জানে আলম, মো. বেলাল, মো. নেজাম উদ্দীন, মো. শহিদুল ইসলাম শহিদ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মো. সাইফুল ইসলাম, আবু তাহের, মো. মিজান, মো. সোলেমান প্রমুখ।
সভায় গ্রাহক পরিষদ নেতৃবৃন্দ বলেন, চট্টগ্রাম অঞ্চলের প্রায় ২৫ হাজার গ্রাহকের সাথে কেজিডিসিএল কর্তৃপক্ষ চুক্তি সম্পাদন করে তাদের কাছ কোটি কোটি টাকা গ্রহণ করেছে। ওই টাকা ব্যাংকে রেখে লভ্যাংশ খেয়েছে, কেজিডিসিএল কর্তৃপক্ষ দীর্ঘ ৬ বছর যাবত গ্রাহকদের গ্যাস সংযোগ না দিয়ে উল্টো এখন তাদের জামানতের টাকা ফেরত দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে। গ্রাহক পরিষদের সাধারণ সম্পাদক আবুল বাশার তার বক্তব্যে বলেন, আবাসিক গ্যাস সংযোগ দেওয়ার জন্য প্রধানমন্ত্রী নির্দেশ দেওয়া সত্ত্বেও জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের স্বার্থান্বেষী একটি মহলের কারণে আবাসিক গ্যাস সংযোগ দেয়া হচ্ছে না। নেতৃবৃন্দ অবিলম্বে জ্বালানি মন্ত্রণালয়ের এই সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানান। অন্যথায় আন্দোলনের মাধ্যমে এই দাবি বাস্তবায়ন করা হবে বলে হুঁশিয়ারি দেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রাম মঞ্চ সংগীত শিল্পী সংস্থার ১৩ বছর পূর্তি উদযাপন
পরবর্তী নিবন্ধসীতাকুণ্ডে ইউএনও মিল্টন রায়ের বিদায় সংবর্ধনা