২৫ মার্চের গণহত্যা পৃথিবীর ইতিহাসে কলঙ্কজনক অধ্যায়

আলোচনা সভায় চবি উপাচার্য

| শুক্রবার , ২৬ মার্চ, ২০২১ at ৭:০৯ পূর্বাহ্ণ

গণহত্যা দিবস স্মরণে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে বঙ্গবন্ধু চত্বরে আলোচনা সভা ও মোমবাতি প্রজ্বলন কর্মসূচি পালিত হয়। এতে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার।
উপাচার্য তার বক্তব্যে বলেন, ১৯৭১ এর ২৫ মার্চ নিরস্ত্র বাঙালির উপর চালিত পাকিস্তানি হায়েনাদের গণহত্যা বিশ্ব ইতিহাসের এক কলংকজনক অধ্যায়। এ ন্যাক্কারজনক ও পৈশাচিক হত্যাযজ্ঞের জন্য কুখ্যাত হায়েনাদের বিশ্ববাসী চিরদিন ঘৃণা করবে। তিনি বলেন, এ অপশক্তির প্রেতাত্মারা অন্ধকারে ঘাপটি মেরে বসে আছে; সুযোগ পেলেই ছোবল মারবে। উপাচার্য এ সকল অন্ধকারের অপশক্তির বিরুদ্ধে সজাগ থাকার আহ্বান জানিয়ে বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ থেকে দেশের উন্নয়ন-অগ্রযাত্রায় সম্পৃক্ত হয়ে নিজ নিজ জায়গা থেকে সকলকে ভূমিকা রাখতে হবে। গণহত্যা দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে রেজিস্ট্রার, কলেজ পরিদর্শক, আবাসিক হলের প্রভোস্ট ও আবাসিক শিক্ষকবৃন্দ, বিভিন্ন বিভাগের শিক্ষক, প্রক্টর, সহকারী প্রক্টরবৃন্দসহ বিভিন্ন পর্যায়ের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধস্বাধীনতার মিথ্যা ঘোষক জিয়াকে প্রতিষ্ঠিত করতে সুবর্ণজয়ন্তী পালন করছে বিএনপি
পরবর্তী নিবন্ধকাপ্তাইয়ে চাঁদের গাড়ির ধাক্কায় অটোরিক্সা চালকের মৃত্যু