২৫ জানুয়ারির জনসভাকে সফল করতে পশ্চিম ষোলশহর ওয়ার্ড বিএনপির প্রস্তুতি সভা

| শনিবার , ২৪ জানুয়ারি, ২০২৬ at ৮:৩৭ অপরাহ্ণ

কাল ২৫ জানুয়ারি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আগমন ও চট্টগ্রামের জনসভাকে সফল করার লক্ষ্যে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে চট্টগ্রাম মহানগরীর পাঁচলাইশ থানাধীন ৭নং পশ্চিম ষোলশহর ওয়ার্ড বিএনপি। এরই অংশ হিসেবে ওয়ার্ড বিএনপি নির্বাচন পরিচালনা কমিটির আয়োজনে ওয়ার্ড কাউন্সিলর অফিস সংলগ্ন মাঠে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

৭নং পশ্চিম ষোলশহর ওয়ার্ড বিএনপি নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক মো. আসলামের সভাপতিত্বে এবং ওয়ার্ড বিএনপির সদস্য সচিব মিজানুর রহমান মিজানের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক এবং চট্টগ্রাম-৮ সংসদীয় আসনে বিএনপির মনোনীত প্রার্থীর প্রধান নির্বাচনী এজেন্ট আর ইউ চৌধুরী শাহিন।

প্রধান অতিথির বক্তব্যে আর ইউ চৌধুরী শাহিন বলেন, কাল ২৫ জানুয়ারি চট্টগ্রামের পলোগ্রাউন্ড ময়দান জনসমুদ্রে পরিণত হবে। এই জনসভায় সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতিই প্রমাণ করে দেবে ১২ ফেব্রুয়ারি কারা বিজয়ী হবে। সাধারণ মানুষ এখন সচেতন। একটি রাজনৈতিক দল তাদের ভোট দিলে জান্নাত পাওয়া যাবে বলে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করছে, যা মানুষ ইতিমধ্যে বুঝে গেছে।

সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সিনিয়র সদস্য ইস্কান্দার মির্জা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মঞ্জুরুল আলম মঞ্জু এবং পাঁচলাইশ থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মনির আহমদ চৌধুরী।

সভায় আরও উপস্থিত ছিলেন পাঁচলাইশ থানা বিএনপির সাবেক সভাপতি ইউনুচ কোম্পানি, ৭নং পশ্চিম ষোলশহর ওয়ার্ড বিএনপির আহ্বায়ক ও নির্বাচনী পরিচালনা কমিটির সদস্য সচিব এনামুল হক ইনু, সাবেক সহ-সভাপতি আকবর খান, সাবেক সহ-সভাপতি মো. আলী, সাবেক যুগ্ম সম্পাদক মকবুল হোসেন খোকন, এবং সাবেক যুগ্ম সম্পাদক শাহাদাত হোসেন ওয়াসিম।

নেতৃবৃন্দ তাদের বক্তব্যে বলেন, বর্তমান জনসমর্থন দেখে অবহেলা করার সুযোগ নেই। অপশক্তিকে রুখতে হলে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। ২৫ জানুয়ারির জনসভাকে জনসমুদ্রে পরিণত করতে যার যার অবস্থান থেকে সর্বোচ্চ ভূমিকা রাখার আহ্বান জানান তারা।

প্রস্তুতি সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ৭নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম মুন্সি, সিনিয়র আহ্বায়ক আব্দুল হাই, যুগ্ম আহ্বায়ক ইউনুস ইন্টু, নাছির উদ্দিন, সৈয়দ মোসলে উদ্দিন, এনাম সওদাগর এবং দপ্তর সম্পাদক জাহিদুল হক।

অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন পাঁচলাইশ থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শফিউল আলম শফি, চট্টগ্রাম মহানগর ছাত্রদলের যুগ্ম সম্পাদক সামিত আমিন জিসান, মাহমুদুর রহমান বাবু, ৭নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ইসমাইল ও সদস্য সচিব মো. জাহেদসহ থানা, ওয়ার্ড ও ইউনিট বিএনপি ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।

পূর্ববর্তী নিবন্ধকর্ণফুলীতে ফার্মেসিতে ডেকে শিশুকে যৌন নির্যাতনের অভিযোগ
পরবর্তী নিবন্ধচট্টগ্রাম-১১ বন্দর-পতেঙ্গা আসনে জাপা প্রার্থীর গণসংযোগ