ফটিকছড়ি থানার চাঞ্চল্যকর হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মো. সুজাউদৌলাকে (৫৪) ২৪ বছর পর গ্রেপ্তার করেছে র্যাব–৭। গ্রেপ্তার সুজাউদ্দৌলা ভূজপুর থানার কাজিরহাট বাজার এলাকার সাদিক আহম্মদ প্রকাশ বাদশার ছেলে।
গত বৃহস্পতিবার দিবাগত রাত ৮টায় ভূজপুর থানাধীন কাজিরহাট বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। র্যাব জানায়, ফটিকছড়ি থানার হত্যা মামলার পলাতক আসামি সুজাউদৌলাকে ২৪ বছর পর গ্রেপ্তার করা হয়েছে। তাকে ভূজপুর থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।











