পবিত্র মাহে রমজান উপলক্ষে ২৪নং উত্তর আগ্রাবাদ ওয়ার্ড যুবলীগের উদ্যোগে নগরীর মিস্ত্রী পাড়ায় ২৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি মরহুম মুন্সি মিঞা বাড়ীর প্রাঙ্গণে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
এ সময় প্রধান অতিথির বক্তব্য রাখেন যুবলীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য সৈয়দ মাহমুদুল হক, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন মহানগর যুবলীগের আহ্বায়ক মো. মহিউদ্দিন বাচ্চু, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ২৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সৈয়দ মো. জাকারিয়া।
২৪নং ওয়ার্ড যুবলীগের সভাপতি আবদুর রাজ্জাক দুলালের সভাপতিত্বে এবং ওয়ার্ড আওয়ামী লীগের বি-ইউনিটের সভাপতি শাহ আলমের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন খোকন চন্দ্র তাঁতী, আবু বক্কর চৌধুরী, বাবু সনত বড়ুয়া, আবু বক্কর সিদ্দিকী, জাহাঙ্গীর আলম, হাসান মুরাদ, চেমন আরা, জহিরুল ইসলাম, আশরাফ উদ্দিন, আকবর আলী, হাসান মোক্তার, নুরুল আফছার, ওসমান গণি আলমগীর, হেলাল উদ্দিন, হাজী ছাগির আহাম্মদ, এডভোকেট রবি সৈয়দ, মো. সাইফুল করিম, শহীদুল ইসলাম শহীদ, রেজাউল করিম রিটন, ইমরান আহমেদ শাওন, আজিজুর রহমান, খুরশিদ আলম, মাবু আলম লিটন, ইঞ্জিঃ আরিফ ও আব্দুল মজিদ বিপ্লব প্রমুখ।