২৩ বছর পর স্বামীর ২০ বছরের কারাদণ্ড

স্ত্রীকে গুলি করে হত্যাচেষ্টা

আজাদী প্রতিবেদন | বুধবার , ১২ অক্টোবর, ২০২২ at ৫:৩৮ পূর্বাহ্ণ

নগরীর বাকলিয়ায় ২৩ বছর আগে স্ত্রী নিলুফা বেগমকে গুলি করে হত্যাচেষ্টার মামলায় স্বামী খুরশিদ প্রকাশ খুশ্যা সোবহানকে (পলাতক) ২০ বছরের কারাদণ্ড, ১০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরো এক বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। খুরশিদ কুমিল্লা জেলার মুরাদনগর থানার মুছাগরা এলাকার মৃত তাজুল ইসলামের ছেলে।
গতকাল চট্টগ্রামের ৪র্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ শরীফুল আলম ভূঁঞা এ রায় ঘোষণা করেন। আদালতের বেঞ্চ সহকারী ওমর ফুয়াদ আজাদীকে এ তথ্য নিশ্চিত করে বলেন, সন্দেহাতীতভাবে আনীত অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত খুরশিদকে এ কারাদণ্ড দিয়েছেন। মোট দুটি ধারায় এ কারাদণ্ড দেয়া হয়েছে। দণ্ডবিধির ৩২৬ ধারায় ১০ বছর কারাদণ্ড, ১০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরো এক বছরের কারাদণ্ড এবং ৩০৭ ধারায় ১০ বছরের কারাদণ্ড দেয়া হয়।
আদালত সূত্র জানায়, ১৯৯৯ সালের ৬ মার্চ বাকলিয়া থানাধীন বউবাজার রাজামিয়া কলোনিতে স্ত্রী নিলুফা বেগমকে গুলি করে হত্যাচেষ্ঠা করা হয়। এ ঘটনায় নিলুফা বেগমের মা নূর জাহান বাদী হয়ে চান্দগাঁও থানায় মামলাটি দায়ের করেন। ১৯৯৯ সালের ২০ সেপ্টেম্বর তদন্ত কর্মকর্তা আদালতে চূড়ান্ত প্রতিবেদন দিলে আদালত তা নাকচ করে দিয়ে পুনঃতদন্তের নির্দেশ দেয়। এরপর ২০০৭ সালের ৫ ডিসেম্বর খুরশিদের বিরুদ্ধে চার্জশিট জমা দিলে বিচারক চার্জগঠন করে বিচার শুরুর আদেশ দেন।

পূর্ববর্তী নিবন্ধপেয়ারুলের পথ ‘মসৃণ’ ছুটছেন ৬৮ সদস্য
পরবর্তী নিবন্ধ৯ বছরেও আসেনি গতি