উত্তর জেলা জাতীয় পার্টির উদ্যোগে সংগঠনের কাজির দেউড়ীস্থ কার্যালয়ে উত্তর জেলা জাতীয় পার্টির সদস্য সচিব সফিক-উল আলম চৌধুরীর সভাপতিত্বে গতকাল রবিবার আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আগামী ২৩ নভেম্বর কর্মী সমাবেশকে সফল করার লক্ষ্যে সকল উপজেলার সভাপতি, সাধারণ সম্পাদকদের নিয়ে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান দিদারুল কবির দিদার। মেজবাহ উদ্দিন আকবরের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন উত্তর জেলার সাবেক আহ্বায়ক শায়েস্তা খান চৌধুরী, ফটিকছড়ি উপজেলার আহ্বায়ক মো. হাশেম, রাঙ্গুনিয়া উপজেলার আহ্বায়ক সাজ্জাদ সিকদার, ফটিকছড়ি উপজেলার সদস্য সচিব শেখ শফিউল আজম, মীরসরাই উপজলার আহ্বায়ক আলমগীর হোসেন, আবুল কালাম আজাদ, মো. মুছা, মাসুদ, মঈন উদ্দিন চৌধুরী প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।