একদিকে সাবমেরিন ক্যাবলের মাধ্যমে আসা জাতীয় গ্রিডের বিদ্যুতে আলোকিত হচ্ছে সন্দ্বীপ পৌরসভার ঘরবাড়ি-দোকানপাট। অন্যদিকে জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ডের অর্থায়নে ২৩৮টি সোলার চালিত স্ট্রিট লাইটে আলোকিত হবে সন্দ্বীপ পৌরসভার গুরুত্বপূর্ণ সড়কগুলো।
পৌরসভার রাস্তাগুলোকে বিদ্যুতের আলোয় আলোকিত করতে ও ঝুঁকিপূর্ণ রাস্তায় নিরাপত্তার জন্য এ লাইটগুলো স্থাপন করা হচ্ছে বলে জানান পৌর মেয়র মোক্তাদের মাওলা সেলিম। শুরুতে পৌরসভার তালুকদার মার্কেট থেকে চৌমুহনী বাজার পর্যন্ত গুরুত্বপূর্ণ এ সড়কে বাতিগুলো স্থাপন করা হবে। এরপর পর্যায়ক্রমে অন্যান্য সড়কে স্ট্রিট লাইট দিয়ে আলোকিত করা হবে।
পৌরসভার ৯ নং ওয়ার্ডের কাউন্সিলর মোক্তাদের মাওলা ফয়সাল বলেন, আমার ওয়ার্ডের দেশরত্ন শেখ হাসিনা সড়কে স্ট্রিট লাইট স্থাপন করা হয়েছে। স্ট্রিট লাইট দিয়ে রোডটি আলোকিত করায় সাংসদ মাহফুজুর রহমান মিতা ও পৌর মেয়র মোক্তাদের মাওলা সেলিমকে কৃতজ্ঞতা জানিয়ে কাউন্সিলর ও উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি ফয়সাল বলেন, এ ওয়ার্ডের অন্যান্য সড়কগুলোতেও স্ট্রিট লাইট দিয়ে আলোকিত করার জন্য জোর দাবি জানায়।