২৩নং উত্তর পাঠানটুলী ওয়ার্ড বিএনপির ঈদ পুনর্মিলনী

| শুক্রবার , ১৮ এপ্রিল, ২০২৫ at ৬:২৪ পূর্বাহ্ণ

২৩নং উত্তর পাঠানটুলি ওয়ার্ড বিএনপির ঈদ পুনর্মিলনী গত মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছে। ওয়ার্ডের মতিয়ারপুল, নাজিরপুল, বাঙশালপাড়া, খান বাড়ি, সুলতান কলোনি, বৌবাজার ও কদমতলী ইউনিটের উদ্যোগে রাষ্ট্র সংস্কার ও মেরামতের ৩১ দফা নিয়ে আলোচনা, ঈদ পুনর্মিলনী ও নববর্ষ উপলক্ষে সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন ২৩নং পাঠানটুলী ওয়ার্ডের সাবেক কাউন্সিলর নিয়াজ মোহাম্মদ খান। তিনি বলেছেন, আওয়ামী লীগ যখন দেশকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গিয়েছিল, তখন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ৩১ দফা সংস্কার প্রস্তাব দিয়েছিল। পরবর্তীতে অন্যান্য রাজনৈতিক দলগুলোর মতামত নিয়ে ৩১ দফা প্রণয়ন করা হয়েছে। তিনি বলেন,আগামীতে জনগনের ভোটের মাধ্যমে বিএনপিকে ক্ষমতায় আনতে হবে। গ্যাস, বিদ্যুৎ, পানির অপচয় করা যাবে না, নিয়মিত পৌরকর পরিষদ করতে হবে। সভায় সভাপতিত্ব করেন থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মো. ইকবাল। বিশেষ অতিথি ছিলেন ডাবলমুরিং থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হাজী বাদশা মিয়া, মহিলা দলের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক বেগম ফাতেমা বাদশা, বিএনপি নেতা মো. আব্দুল হালিম। বক্তব্য রাখেন আব্দুল মান্নান, সেলিম হাফেজ, আকবর কবির ডিউক, এ এস এম নাসির, মোজাহের খান, রিয়াদ আব্বাস, শেখ মুনির বাবুল, আনু মিয়া বাবুল, হাজী মোহাম্মদ ইসমাইল, নুর হোসেন রমজান, জাহাঙ্গীর, শায়েস্তা খান, আব্দুল করিম সেলিম, আব্দুল নুর, আবুল কালাম আবু ,তরুণ সওদাগর, মো. নাসির, জসিম খান, আজিজুর রহমান ভুলু, কুতুব উদ্দিন, হাজী ইলিয়াছ, নাছির খান, মো. ইফাজ খান, মো. ফারুক, মেহেদী হাসান রুবেল, মুরাদ, আলমগীর, ওয়াসিম, জসিম ,সুমন,মাঈনুদ্দিন, দেলোয়ার, ইসমাইল ,রুবেল, হোসেন, মাহবুব, হাসমত ইব্রাহিম, জাহেদ, হানিফ প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধদোহাজারীতে আগুনে পুড়ল বসতঘর, ৫ লাখ টাকার ক্ষতি
পরবর্তী নিবন্ধমৃত্যুর প্ররোচনা দেয়ার অভিযোগে মানববন্ধন