২২ ব্যবসায়ীকে ৮৮ হাজার টাকা জরিমানা

ফুটপাত ও রাস্তা দখল

আজাদী প্রাতবেদন | বৃহস্পতিবার , ১২ মে, ২০২২ at ৫:৫৮ পূর্বাহ্ণ

ফুটপাত ও রাস্তা দখল করে ব্যবসা করাসহ বিভিন্ন অপরাধে নগরের ২২ ব্যবসায়ীকে ৮৮ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) উদ্যোগে পরিচালিত পৃথক অভিযানে নেতৃত্ব দেন সংস্থাটির নির্বাহী মারুফা বেগম নেলী ও স্পেশাল ম্যাজিস্ট্রেট মনীষা মহাজন।

এর মধ্যে মারুফা বেগম নেলীর আদালত জাকির হোসেন রোড ও পাহাড়তলী ওয়ার্লেস এলাকায় রাস্তা ও ফুটপাত দখল করে ব্যবসা প্রতিষ্ঠানের মালামাল রেখে চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির দায়ে আট দোকানদারের বিরুদ্ধে মামলা করে ২০ হাজার টাকা জরিমানা আদায় করেন।

এছাড়া মনীষা মহাজনের আদালত চান্দগাঁও আরাকান রোডের মৌলভী পুকুরপাড় থেকে সিএন্ডবি বালুরটাল পর্যন্ত রাস্তা ও ফুটপাতে নির্মাণ সামগ্রী ও মালামাল রেখে জনসাধারনের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির দায়ে ১২ জনের মামলা করে ৫২ হাজার টাকা জরিমানা করা হয়। একই আদলত চসিকের নিরাপদ খাদ্য পরিদর্শকের দায়েরকৃত মামলায় দুইজনকে ব্যক্তিকে ১৬ হাজার টাকা জরিমানা করেন।

পূর্ববর্তী নিবন্ধআন্তর্জাতিক নার্স দিবস আজ
পরবর্তী নিবন্ধসীতাকুণ্ডে কলেজছাত্রীকে অপহরণের অভিযোগে মামলা