২২ বছর আগে স্ত্রী খুনের মামলায় স্বামীর যাবজ্জীবন

আজাদী প্রতিবেদন

| বৃহস্পতিবার , ১৯ জানুয়ারি, ২০২৩ at ৬:০৬ পূর্বাহ্ণ

২২ বছর আগে নগরীর কোতোয়ালীর আসকার দীঘির পাড় এলাকায় স্ত্রী দুল নাহারকে খুনের মামলায় স্বামী জাকির হোসেনকে যাবজ্জীবন কারাদণ্ড, পাঁচ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরো তিন মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত। তিনি নরসিংদী জেলা সদর থানার আমিরাবাদ এলাকার আবুল হাসেমের ছেলে। গতকাল চট্টগ্রামের জননিরাপত্তা ট্রাইব্যুনালের বিচারক মো. সেলিম মিয়া এ রায় ঘোষণা করেন।

এ সময় কাঠগড়ায় হাজির ছিলেন সে। পরে তাকে কারাগারে পাঠানো হয়। ট্রাইব্যুনালের পিপি জাহাঙ্গীর আলম আজাদীকে এ তথ্য নিশ্চিত করে বলেন, ৯ জন সাক্ষীর সাক্ষ্য শেষে আদালত এ রায় ঘোষণা করেছেন।

আদালত সূত্র জানায়, ২০০০ সালের ২২ জুন আসকার দীঘির পাড়ের বাসায় পারিবারিক কলহের জেরে স্ত্রী দুল নাহারকে পেটে লাথি মারে জাকির হোসেন। এতে গুরুতর আহত হয় দুল নাহার।

একপর্যায়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় দুল নাহারের পরিবারের পক্ষ থেকে কোতোয়ালী থানায় মামলাটি দায়ের করেন। পরবর্তীতে তদন্ত কর্মকর্তা চার্জশিট দাখিল করলে বিচারক চার্জগঠন করে বিচারকর্য শুরু করেন।

পূর্ববর্তী নিবন্ধপ্রেমের সম্পর্ক করায় কিশোরী সেতুকে কুপিয়ে হত্যা
পরবর্তী নিবন্ধরাউজানে সড়ক দুর্ঘটনায় আহত যুবকের মৃত্যু