২১ ফেব্রুয়ারির পর সকল শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হবে : স্বাস্থ্যমন্ত্রী

আজাদী অনলাইন | শনিবার , ১২ ফেব্রুয়ারি, ২০২২ at ৩:২২ অপরাহ্ণ

দেশে করোনাভাইরাসের পরিস্থিতি অনেক ভালো। সেজন্য আগামী ২১ ফেব্রুয়ারি পর দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হবে। এ বিষয়ে প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

আজ শনিবার দুপুর ১টার দিকে মানিকগঞ্জ সদর উপজেলার গড়পাড়া ইউনিয়নের শুভ্র সেন্টারে দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, বিশ্বের সব দেশের শিক্ষাপ্রতিষ্ঠান খোলা রয়েছে। এ পর্যন্ত প্রায় ২৮ লাখ শিক্ষার্থীকে টিকা দেওয়া হয়েছে। মাদরাসার আরও ৪০ লাখ শিক্ষার্থীকে টিকার আওতায় আনা হয়েছে। এছাড়া শিক্ষাপ্রতিষ্ঠান খোলার পর কোনো শিক্ষার্থী সমস্যা হলে তাৎক্ষণিকভাবে তা সমাধানের ব্যবস্থা নেওয়া হবে।

পূর্ববর্তী নিবন্ধকক্সবাজারে হচ্ছে আন্তর্জাতিক মানের শুঁটকি প্রক্রিয়াকরণ শিল্প
পরবর্তী নিবন্ধআইপিএলে দল পাননি সাকিব