‘বাংলা প্রচলন উদ্যোগ’ এর উদ্যোগে গত বুধবার বিকেল ৪টায় অলংকার মোড়ে একটি পথসভা অনুষ্ঠিত হয়। আবৃত্তি শিল্পী দিলরুবা খানম ছুটির সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্রমিক নেতা বীর মুক্তিযোদ্ধা মো. শাহজাহান চৌধুরী। প্রধান অতিথির বক্তব্য দেন মুক্তিযুদ্ধের গবেষণা কেন্দ্রের চেয়ারম্যান ডা. মাহফুজুর রহমান।
বক্তব্য রাখেন সুযশময় চৌধুরী, এডভোকেট এ কে এম ইউছুপ, মশিউর রহমান খান, ভাস্কর চৌধুরী, হাসিনা আক্তার টুনু, সুজাউদ্দৌলা বাবুল, লুচি, আনজুমান, কাজী রাজেস ইমরান, মোরশেদ আলম, নারায়ন দাশ, জানে আলম, মোহাম্মদ শফি, এম কাইছার উদ্দীন, অসিত দাশ অভয়, অনকন শাহা, আব্দুল আহাদ রিপন প্রমুখ।
সভায় বক্তারা বলেন, আগামী ২০ ফেব্রুয়ারির মধ্যে সকল ভবন, প্রতিষ্ঠান, যানবাহনের নামফলক বাংলায় করতে হবে। ২১ ফেব্রুয়ারিতে চট্টগ্রামকে নামফলকে শতভাগ বাংলায় প্রাধান্য নগরী হিসেবে গড়ে তুলে ভাষা শহীদের প্রতি সম্মান জানানোর জন্য সিটি কর্পোরেশন ও জেলা প্রশাসনের প্রতি আহ্বান জানানো হয়। প্রেস বিজ্ঞপ্তি।












