২০ ফেব্রুয়ারির মধ্যে নামফলক বাংলায় করার দাবি

| বুধবার , ১৪ ডিসেম্বর, ২০২২ at ১০:১৫ পূর্বাহ্ণ

বাংলা প্রচলন উদ্যোগ ও গণ অধিকার চর্চা কেন্দ্রসহ বিভিন্ন সামাজিক সংগঠনের যৌথ উদ্যোগে এক সভায় সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা রাখাল চন্দ্র বনিক। প্রধান অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা ডা. মাহফুজুর রহমান।

সভায় আগামী ২০ ফেব্রুয়ারির মধ্যে সকল প্রতিষ্ঠান, ভবন,যানবাহনের নামফলক বাংলায় করার দাবিতে জেলা প্রশাসকের বরাবরে স্মারক লিপি প্রদান করার সিদ্ধান্ত গৃহীত হয়।

আলোচনায় অংশ নেন রাজা মিয়া, শফি খান, সুযশময় চৌধুরী, সোলাইমান খান, মশিউর রহমান খান, শেখ গোলাম মোস্তফা রাজু,হাবিব উল্লাহ চৌধুরী ভাস্কর, এজাহার মিয়া, মোহাম্মদ জানে আলম, সিঞ্চন ভৌমিক, লিটন ব্যানার্জি, মো.নিজাম উদ্দিন, মো.নয়ন, হাজী এজহার মিয়া, নারায়ন দাশ, দিলরুবা খানম, হাসিনা আক্তার টুনু, আব্দুল মাবুদ, কাজী মোহাম্মদ রাজিশ ইমরান, চৌধুরী জসীমুল হক, সুজাউদ্দৌলা বাবুল, আবুল বাসার হেলাল, আব্দুল্লাহ মহিউদ্দিন, এম কাইছার উদ্দীন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধইয়াং সিএন্ডএফ এজেন্টস সোসাইটির সভা
পরবর্তী নিবন্ধচসিক স্বাস্থ্য বিভাগের টিকাদান কর্মীদের প্রশিক্ষণ কর্মশালা