ইয়াং সিএন্ডএফ এজেন্টস সোসাইটির সভা

| বুধবার , ১৪ ডিসেম্বর, ২০২২ at ১০:১৩ পূর্বাহ্ণ

চট্টগ্রাম ইয়াং সিএন্ডএফ এজেন্টস্‌ সোসাইটির সভা সম্পন্ন হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম কাস্টমস্‌ এজেন্টস্‌ এসোসিয়েশনের সভাপতি একেএম আকতার হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক কাজী মাহমুদ ইমাম বিলু। তারা ইয়াং সিএন্ডএফ এজেন্টস্‌ সোসাইটির পরিবারের সদস্যদের মাঝে পুরষ্কার বিতরণ করেন। প্রধান অতিথি তার বক্তব্যে পরিবারের সদস্যদের প্রতি যত্নশীল হওয়ার জন্য সদস্যদেরে অনুরোধ করেন।

অনুষ্ঠানে ইয়াং সিএন্ডএফ এজেন্টস্‌ সোসাইটির সভাপতি লায়ন আব্দুল মান্নান পাটোয়ারি, সাধারণ সম্পাদক মো. জামাল উদ্দিন বাবলু, আহবায়ক লায়ন রবিউল্লাহ ভূঁইয়া, যুগ্ম আহবায়ক, জাহাঙ্গীর আলম, যগ্ম আহবায়ক মো. মনিরুল ইসলাম চৌধুরী, সদস্য সচিব শাহ্‌ মো. ইকবাল বাহার, যুগ্ম সদস্য সচিব মো. মেজবাহ উদ্দিন, সদস্য দেলোয়ার হোসেন খোকা, আবুল কালাম আজাদ, সালাউদ্দিন সালেহ, মো. ফোরকান, পার্থ প্রতিম বড়ুয়া, সালাউদ্দিন বাবু, হাসান মাহমুদ চৌধুরী তানিম, হেদায়েতুল ইসলাম সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। পরিশেষে সাংস্কৃতিক সম্পাদক মাহবুবুর রহমান সাগরের সঞ্চালনায় একটি মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধভিন বসতের যাত্রা
পরবর্তী নিবন্ধ২০ ফেব্রুয়ারির মধ্যে নামফলক বাংলায় করার দাবি