২০ দিন পর আবার মৃত্যুর খবর

দেশে নতুন শনাক্ত ৮৭৩

| মঙ্গলবার , ২১ জুন, ২০২২ at ৬:১৫ পূর্বাহ্ণ

তিন সপ্তাহ পর করোনাভাইরাসে আবারও একজনের মৃত্যুর কথা জানাল সরকার; সেই সঙ্গে এল ১৬ সপ্তাহের মধ্যে সর্বোচ্চ রোগী শনাক্তের খবর। খবর বিডিনিউজের।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গতকাল সোমবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় ৮ হাজার ২৮টি নমুনা পরীক্ষা করে ৮৭৩ জন নতুন রোগী শনাক্ত হয়েছে। তাতে ১৭ ফেব্রুয়ারির পর প্রথমবারের মত দৈনিক শনাক্তের হার ১০ দশমিক ৮৭ শতাংশ ছাড়িয়ে গেছে। আগের দিন রোববারও এই হার ছিল ৭ দশমিক ৩৮ শতাংশ। এক দিনে এর চেয়ে বেশি রোগী শনাক্ত হয়েছিল সর্বশেষ গত ২৮ ফেব্রুয়ারি। সেদিন ৮৯৭ জনের শরীরে সংক্রমণ ধরা পড়েছিল। আর কোভিডে দেশে সর্বশেষ মৃত্যুর খবর স্বাস্থ্য অধিদপ্তর দিয়েছিল গত ৩০ মে। এর পর থেকে কোভিডে আর কারও মৃত্যুর খবর সরকারের খাতায় আসেনি।

নতুন রোগীদের নিয়ে দেশে শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ১৯ লাখ ৫৭ হাজার ২০০ জন। তাদের মধ্যে ২৯ হাজার ১৩২ জনের প্রাণ কেড়ে নিয়েছে করোনাভাইরাস।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামে করোনা শনাক্তের হার ছাড়াল ১১ শতাংশ
পরবর্তী নিবন্ধপ্রদীপ ও চুমকির বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের যুক্তিতর্ক শেষ