২০৫০ সালের মধ্যে বিশ্বের ২৫ শতাংশ মানুষ শ্রবণ সমস্যায় ভুগবে

| বুধবার , ৩ মার্চ, ২০২১ at ১২:১১ অপরাহ্ণ

২০৫০ সাল নাগাদ বিশ্বের প্রতি ৪ জনের মধ্যে একজন শ্রবণ সমস্যার কবলে পড়বে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) এক প্রতিবেদনে এই সতর্কতার কথা বলা হয়েছে। ৩ মার্চ (আজ) বিশ্ব শ্রবণ দিবসকে সামনে রেখে ডব্লিউএইচওর ওয়েবসাইটে শ্রবণবিষয়ক প্রথম প্রতিবেদনটি গতকাল মঙ্গলবার প্রকাশ করা হয়েছে।
২০১৯ সালের হিসাব অনুযায়ী, শ্রবণ সমস্যায় আক্রান্ত মানুষের সংখ্যা ১ দশমিক ৬ বিলিয়ন। প্রতিবেদনে সতর্ক করা হয়েছে, শ্রবণশক্তি হ্রাস পাওয়া মানুষের সংখ্যা আগামী তিন দশকে দেড় গুণেরও বেশি বাড়তে পারে।

পূর্ববর্তী নিবন্ধমুজিব বর্ষ ক্রিকেটের দুটি সেমিফাইনাল আজ
পরবর্তী নিবন্ধযুক্তরাষ্ট্রে সংক্রমণের চতুর্থ ঢেউ শুরু হতে পারে