২০৫০ সালের মধ্যে কার্বন নির্গমন শূন্যে নামিয়ে আনতে হবে

সিআরবি চত্বরে সমাবেশে বক্তারা

| মঙ্গলবার , ৯ নভেম্বর, ২০২১ at ৭:১৯ পূর্বাহ্ণ

সিআরবি চত্ত্বরে গতকাল সোমবার যৌথভাবে সংহতি সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেন আইএসডিই বাংলাদেশ, এডাব চট্টগ্রাম, ক্যাব-চট্টগ্রাম, ক্যাব যুব গ্রুপ, উপকূলীয় জীবনযাত্রা ও পরিবেশ কর্ম জোট (ক্লিন) ও এশিয়ান পিপলস মুভমেন্ট অন ডেট অ্যান্ড ডেভেলপমেন্ট (এপিএমডিডি)। ক্যাব কেন্দ্রীয় কমিটির ভাইস প্রেসিডেন্ট এস এম নাজের হোসাইনের সভাপতিত্বে বিভাগীয় সাধারণ সম্পাদক কাজী ইকবাল বাহার ছাবেরীর সঞ্চালনায় সংহতি জানিয়ে বক্তব্য দেন, ড. ইদ্রিস আলী, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইউনুচ, গবেষক ও বীর মুক্তিযোদ্ধা ডা. মাহফুজুর রহমান, অ্যাডকেট ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল, নারী নেত্রী জেসমিন সুলতানা পারু, অধ্যাপক হোসাইন কবির, অজয় মিত্র শংকু, শাহাদত হোসেন, ইমতিয়াজ হোসেন, নোমান উল্লাহ বাহার, চৌধুরী কে এন এম রিয়াদ, মোহম্মদ আলী শাহীন, যোবায়ের আহমদ, চৌধুরী জসিমুল হক প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবের ফলে পৃথিবী জুড়ে দুর্যোগের সংখ্যা ও ভয়াবহতা দুটোই বেড়ে গেছে। আর এতে ক্ষতির শিকার হচ্ছে বাংলাদেশের মতো উপকূলীয় ও উন্নয়নশীল দেশগুলো। গত ২০ বছরে যে সব দেশ জলবায়ু দুর্যোগ আক্রান্ত প্রথম পাঁচটি দেশের মধ্যে বাংলাদেশ একটি। ২০৫০ সালের মধ্যে কার্বন নির্গমন শূন্যে নামিয়ে আনতে হবে। টেকসই উন্নয়ন নিশ্চিত করতে হবে। পরে প্রাণ-প্রকৃতি সুরক্ষায় নাটিকা ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে নাট্যধার শিল্পগোষ্ঠী। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধ৫ কোটি টাকার মাদকসহ নারী আটক
পরবর্তী নিবন্ধসেন্ট্রাল বয়েজ অব রাউজানের পানির ফিল্টার প্রদান