২০টি পূজামণ্ডপে কাউন্সিলর মুন্নীর অর্থ সহায়তা প্রদান

| সোমবার , ৪ অক্টোবর, ২০২১ at ৬:০১ পূর্বাহ্ণ

চসিক সংরক্ষিত আসন (১,২ ও ৩ নং ওয়ার্ড) কাউন্সিলর ফেরদৌস বেগম মুন্নী বলেছেন, সরকার অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী। আওয়ামী লীগ সাম্প্রদায়িক রাজনীতির বিরুদ্ধে সব সময় সোচ্চার ছিল, এখনো আছে। তিনি গত শনিবার নিজ বাসভবন প্রাঙ্গণে ১, ২ ও ৩ নং ওয়ার্ডের আওতাধীন হিন্দু ধর্মাম্বলীদের ২০টি পূজা মণ্ডপের পরিচালনা পর্ষদের নেতৃবেৃন্দের সাথে মতবিনিময় ও নগদ অর্থ প্রদানকালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। বায়েজিদ থানা পূজা উদযাপন পরিষদের সভাপতি উজ্জ্বল কুমার দেওয়ানজীর সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন থানা কমিউনিটি পুলিশিংয়ের সাধারণ সম্পাদক সায়েম উদ্দীন কামাল। থানা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শিমুল দের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন রিতু মুহুরী, প্রদীপ মুহুরী, বাসু, শুভ সেন, নেপাল দাশ, সোমা সরকার, রূপন দেওয়ানজী, পল্টু পালিত, সুজিত চৌধুরী, প্রদীপ সাহা প্রমুখ। মতবিনিময় শেষে ২০টি পূজা মণ্ডপের নেতৃবৃন্দের হাতে নগদ অর্থ বিতরণ করেন কাউন্সিলর ফেরদৌস বেগম মুন্নী। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবেদনার আনুষ্ঠানিকতা
পরবর্তী নিবন্ধমা ইলিশ রক্ষায় জেলেদের ভূমিকা অপরিসীম