২নং জালালাবাদ ওয়ার্ডের বালুচড়া বাজারের পূর্ব পাশে বখতেয়ার কলোনিতে আগুনে পুড়ে যাওয়া ঘরের ৭৮টি ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়িয়েছে এবিএম মহিউদ্দিন চৌধুরী ফাউন্ডেশন-ছাত্র ও যুব স্কোয়াড। গতকাল সংগঠনের উদ্যোগে প্রায় ৩ শতাধিক অসহায়দের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুবলীগ চট্টগ্রাম মহানগর শাখার যুবসংগঠক সাবেক ছাত্রনেতা নুরুল আজিম রনি। মহানগর ছাত্রলীগের উপধর্ম বিষয়ক সম্পাদক এম আর এ হৃদয়ের পরিচালনায় এতে উপস্থিত ছিলেন নাছের কোং, ইদ্রিস কোং, নেতা হানিফ, আব্দুল হালিম প্রমুখ।
বখতিয়ার মিয়া, মো. সুমন, যুবলীগ নেতা রেজাউল আলম রিপন, সরকারি আশেকানে কলেজের ভিপি ইফতেখারুল ইসলাম রিপন, আবদুল কাদের সবুজ, ওমর সালেহ, মো. মান্নান, বায়জেদি থানা ছাত্রলীগের শফিউল আলম, কৃষ্ণ কুমার, রিমন, শাকু, আজম, সায়েম, আরিফ, আসাদ, বাবু, শাহীন, সজীব প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।










