ভোগ্যপণ্যের বৃহৎ পাইকারী বাজার খাতুনগঞ্জের মসলার বাজারে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রাম। গতকাল চলা এ অভিযানে নেতৃত্ব দেন অধিদপ্তরের উপ–পরিচালক ফয়েজ উল্লাহ। এ সময় উপস্থিত ছিলেন সহকারী পরিচালক আনিছুর রহমান ও রানা দেবনাথ। অভিযানে বেশি দামে এলাচ বিক্রির দায়ে এবি ট্রেডার্সকে এক লাখ টাকা জরিমানা করা হয়। প্রতিষ্ঠানটির প্রতিকেজি এলাচ আমদানিতে খরচ ১ হাজার ৪৪৪ টাকা। সেই এলাচ পাইকারিতে ৪ হাজার ৪৫০ টাকা পর্যন্ত বিক্রি করা হয়েছে। একই অভিযানে সুলতান ট্রেডার্সে হালনাগাদ মূল্য তালিকা প্রদর্শন না করায় ৫ হাজার টাকা এবং আল আমানত ট্রেডার্সকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অভিযান প্রসঙ্গে অধিদপ্তরের সহকারি পরিচালক রানা দেবনাথ জানান, এলাচ আমদানির নথিপত্র যাচাই করে দেখা গেছে–আমদানির পর খাতুনগঞ্জ পর্যন্ত পৌঁছতে প্রতি কেজিতে খরচ হয়েছে সর্বোচ্চ এক হাজার ৪৪৪ টাকা। ডলারের দাম ১২০ টাকা হিসেবে এবং এর সঙ্গে খালাস ও পরিবহন খরচ যুক্ত করে এ ব্যয় নির্ধারণ করা হয়। সর্বশেষ সেই এলাচ বিক্রি হচ্ছিল প্রতি কেজি ৪ হাজার ৪৫০ টাকায়। একই এলাচ খাতুনগঞ্জে সপ্তাহখানেক আগেও প্রতি কেজি এক হাজার ৮৫০ টাকায় বিক্রি হয়েছে। দাম বাড়তে বাড়তে সেটা গতকাল মঙ্গলবার চার হাজার ৪৫০ টাকায় পৌঁছে। হঠাৎ করে গরম মশলার বাজারে অস্থিরতা তৈরির খবর পেয়ে আমরা অভিযান চালাই। ঈদুল আজহাকে সামনে রেখে এলাচের বাজারে অস্থিরতা তৈরি করছে একটি চক্র। এছাড়া সুলতান ট্রেডার্সে হালনাগাদ মূল্য তালিকা প্রদর্শন না করায় ৫ হাজার টাকা এবং আল আমানত ট্রেডার্সকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।