১ লাখ ২০ হাজার টাকা জরিমানা

চন্দনাইশে আবাদি জমির মাটি কেটে বিক্রি

চন্দনাইশ প্রতিনিধি | শনিবার , ১২ নভেম্বর, ২০২২ at ৯:০৯ পূর্বাহ্ণ

চন্দনাইশে খাল সংলগ্ন কৃষি জমির মাটি কেটে বিক্রি করার অপরাধে এক ব্যক্তিকে ১ লাখ ২০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। তার নাম মো. মাশুক (২৭)। গত বৃহস্পতিবার রাতে উপজেলার কাঞ্চনাবাদ ইউনিয়নের পাহাড়ি অঞ্চল ৪১ নং লট এলাহাবাদ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
জানা যায়, উপজেলার কাঞ্চনাবাদ ইউনিয়নের ৪১নং এলাহাবাদ এলাকায় পাহাড়ি অঞ্চলের খাল সংলগ্ন কৃষি জমির মাটি কেটে পাচার করছিল একটি চক্র। এ সংবাদ গোপন সূত্রে পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জিমরান মোহাম্মদ সায়েক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এসময় স্কেভেটরের সাহায্যে মাটি কেটে পাচারে জড়িত মো. মাশুক নামে এক ব্যক্তিকে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন- ২০১০ অনুযায়ী ১লাখ ২০ টাকা জরিমানা করেন। মাটি কাটার কাজে ব্যবহৃত স্কেভেটরটিও জব্দ করা হয়।

পূর্ববর্তী নিবন্ধবাংলাদেশ ও যুক্তরাষ্ট্র নৌবাহিনীর যৌথ মহড়া
পরবর্তী নিবন্ধআজ রবি-দৃষ্টি ডিবেট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ও পুরস্কার বিতরণ