বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র নৌবাহিনীর যৌথ মহড়া

| শনিবার , ১২ নভেম্বর, ২০২২ at ৯:০৮ পূর্বাহ্ণ

ইন্দো-প্যাসিফিক অঞ্চলে স্থিতিশীলতা বাড়াতে বাংলাদেশ নৌবাহিনীর স্পেশাল ওয়ারফেয়ার ডাইভিং অ্যান্ড সালভেজ এবং যুক্তরাষ্ট্র নৌবাহিনীর স্পেশাল ওয়ারফেয়ারের জয়েন্ট কম্বাইন্ড অ্যাক্সচেঞ্জ ট্রেনিং (জেসিইটি) মহড়া শেষ হয়েছে।
যুক্তরাষ্ট্র দূতাবাসের উদ্যোগে গত ১৭ অক্টোবর থেকে ১০ নভেম্বর পর্যন্ত অনুষ্ঠিত এ মহড়ায় বাংলাদেশ নৌবাহিনীর এসডব্লিউএডিএস ও যুক্তরাষ্ট্রের এনএসডব্লিউ এ মহড়ায় অংশ নেয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। খবর বিডিনিউজের।
এতে বলা হয়, চিকিৎসা প্রদান ও যুদ্ধজাহাজ রক্ষণাবেক্ষণ, সমুদ্রে অভিযান পরিকল্পনা, নৌযানে তল্লাশি চালানো ও জব্দ করার কৌশল রপ্ত করা ছিল এ অনুশীলনের মূল লক্ষ্য। তাছাড়া সামুদ্রিক যোগাযোগের মৌলিক বিষয়গুলোও এ অনুশীলনে অন্তর্ভুক্ত ছিল। প্রশিক্ষণ শেষে এসডব্লিউএডিএসের ৪২ জন অংশগ্রহণকারী বাংলাদেশ নৌবাহিনীর বহরে থাকা যুক্তরাষ্ট্রের তৈরি ডিফেন্ডার ও মেটালশার্ক টহল বোট কর্ণফুলী নদী ও বঙ্গোপসাগরে দক্ষতার সাথে পরিচালনা করে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

পূর্ববর্তী নিবন্ধমীরসরাইয়ে গাড়ির ধাক্কায় এইচএসসি পরীক্ষার্থী আহত
পরবর্তী নিবন্ধ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা