১ লক্ষ টাকা ডাউনপেমেন্টে সিএনজি অটোরিকশা পাবে চালক ও কোম্পানি

রাজা মিয়া অ্যান্ড সন্স ও ইউসিবির চুক্তি নবায়ন

| মঙ্গলবার , ২৪ মে, ২০২২ at ১০:২৯ পূর্বাহ্ণ

২০০৫ মডেল সিএনজি রিপ্লেসম্যান্ট প্রক্রিয়ায় মেট্রোতে জনপ্রিয় বাজাজ সিএনজি অটোরিকশাতে গ্রাহকদের ঋণ সুবিধার জন্য উত্তরা মোটরসের অন্যতম ডিলার রাজা মিয়া অ্যান্ড সন্সের সাথে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক কদমতলী শাখার আগেকার চুক্তিটি নবায়ন করা হয়।

এই বিষয়ে ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ অফিসার শওকত ইসরাত চৌধুরী বলেন, এবারের রিপ্লেসম্যান্টে গ্রাহকের সুবিধার জন্য রাজা মিয়া অ্যান্ড সন্সের মাধ্যমে বাজাজ সিএনজির অটোরিকশার নূন্যতম ডাউনপেমেন্ট মাত্র ১ লক্ষ টাকা করে দিয়েছি গ্রাহকের জন্য যেন পূর্ব থেকেই সহনীয় হয়। স্বত্বাধিকারী মো. নিজাম উদ্দীন বলেন, চট্টগ্রাম বিআরটিএ কর্তৃক ১০০৫টি স্ক্র্যাপকৃত অটোরিকশার বিপরীতে আর্থিকভাবে অসচ্ছল কোম্পানি ও ড্রাইভারদেরদের জনপ্রিয় বাজাজ।

সিএনজি ক্রয়ের জন্য ৩০০ জন কোম্পানির জন্য ব্যাংক ঋণ ও বিনিয়োগের ব্যবস্থা রেখেছি যাতে ২০০৩/২০০২ রিপ্লেসম্যান্টের সময় মতো টাকার কারণে নিম্নমানের গাড়ি ক্রয় করে আর্থিক ক্ষতিগ্রস্ত না হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাংকের অফিসার মুরাদোজ্জমান চৌধুরী ও রাজা অ্যান্ড সন্সের প্রতিষ্ঠাতা রাজা মিয়া কোম্পানি, ব্যবস্থাপক জালাল উদ্দীন, মুহাম্মদ আবদুল হাই, মো. জাফর, রাজ এন্টারপ্রাইজের পার্টনার এস এম মিজান, রাজ মোটরসের মো. রুবেল, নিমরা এন্টারপ্রাইজের আহমেদ হিরো। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধকাজীর দেউড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নবনির্মিত শহীদ মিনার উদ্বোধন
পরবর্তী নিবন্ধসিএমপি কমিশনারের কাছে আনোয়ারা জাকারিয়া এতিমখানার হিসাব হস্তান্তর