সিটি মেয়র এম. রেজাউল করিম চৌধুরী বলেছেন, মহান মুক্তিযুদ্ধের বীরত্বগাঁথা ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হলে অবিলম্বে পহেলা ডিসেম্বরকে সরকারিভাবে ‘মুক্তিযোদ্ধা দিবস’ ঘোষণার বিকল্প নেই। এজন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আন্তরিক হতে হবে। ১ ডিসেম্বরকে সরকারিভাবে মুক্তিযোদ্ধা দিবস ঘোষণার দাবিতে গতকাল বুধবার চট্টগ্রাম প্রেস ক্লাব চত্বরে মুক্তিযোদ্ধা সংসদ মহানগর ইউনিট কমান্ড, জেলা ইউনিট কমান্ড, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড মহানগর ও জেলা কমিটি আয়োজিত মানববন্ধন-সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মুক্তিযোদ্ধা সংসদ মহানগর ইউনিট কমান্ডার মোজাফফর আহমদের সভাপতিত্বে ও সাধন চন্দ্র বিশ্বাসের সঞ্চালনায় সমাবেশে আরো বক্তব্য দেন, এ কে এম সরওয়ার কামাল দুলু, শহীদুল হক চৌধুরী সৈয়দ, খোরশেদ আলম, এফ এফ আকবর খান, মো. জাহিদ হোসেন, আহমদ হোসেন, বোরহান উদ্দিন, নাসির উদ্দিন, একেএম আলাউদ্দিন, মো. বদিউজ্জামান, জাফর আলী হিরো, আবু তাহের, আকতার আহমেদ সিকদার, চট্টগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের মো. সরওয়ার আলম চৌধুরী মনি, সাহেদ মুরাদ সাকু, কাজী মুহাম্মদ রাজীশ ইমরান, ইঞ্জিনিয়ার মশিউজ্জামান সিদ্দিকী পাভেল, কামরুল হুদা পাভেল প্রমূখ। সমাবেশে বক্তারা বিজয়ের মাসে রাজাকারদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করতে সরকারের প্রতি আহ্বান জানান।
সেক্টর কমান্ডারস ফোরাম : সেক্টর কমান্ডারস ফোরাম জেলা ও মহানগরের উদ্যোগে ১ ডিসেম্বরকে মুক্তিযোদ্ধা দিবস পালন উপলক্ষ্যে আলোচনা সভা গতকাল বুধবার সংগঠন কার্যালয়ে অনুষ্ঠিত হয়। নুরুল আলম মন্টুর সভাপতিত্বে ও নূরে আলম সিদ্দিকীর সঞ্চালনায় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান আলোচক ছিলেন -ডা. সরফরাজ খান চৌধুরী। বক্তব্য দেন, অধ্যাপক ডা. জাহিদ হোসেন শরীফ, ফজল আহমদ, গৌরী শংকর চৌধুরী, বাদশা মিয়া, খায়ের আহমেদ, মো. সেলিম চৌধুরী, অ্যাডভোকেট সাইফুন্নাহার খুশি, জসীম উদ্দিন, ইঞ্জিনিয়ার পলাশ বড়ুয়া, ডা. ফজলুল হক সিদ্দিকী, মনোয়ার জাহান মনি, মো. কামাল উদ্দিন, নবী হোসেন সালাউদ্দিন, ফারজানা মিলা, রাজীব চন্দ, কোহিনুর আকতার, এস এম রাফি, মো. খালেদুজ্জামান, সাজ্জাদ হোসেন প্রমূখ। সভায় বক্তারা ১ ডিসেম্বর মুক্তিযোদ্ধা দিবস হিসেবে পালিত হয়ে আসছে। যা রাষ্ট্রীয়ভাবে জাতীয় দিবস হিসেবে ঘোষণা এখন সময়ের দাবি।