উত্তর, দক্ষিণ ও মহানগর শাখার উদ্যোগে আগামীকাল ১৯ মে সমাবেশ সফল করার লক্ষ্যে উত্তর জেলা বিএনপির প্রস্তুতি সভা নাসিমন ভবন কার্যালয়ে আহ্বায়ক গোলাম আকবর খোন্দকারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। তিনি বলেন, সরকার মামলা দিয়ে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও নেতাকর্মীদের হয়রানি করছে ও নির্বিচারে গ্রেপ্তার করছে। আওয়ামী লীগের ব্যবসায়ীরা সিন্ডিকেট করে দ্রব্যমূল্য বাড়িয়ে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছেন। বিদ্যুতের লোডশেডিংয়ে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। অনুমতি ছাড়া মিটিং মিছিল করা যাচ্ছে না। সুতরাং এখন নীরব থাকলে হবে না। তিনি ১৯ তারিখের সমাবেশসহ চলমান আন্দোলনে ঝাঁপিয়ে পড়ে সরকারের পতন ঘটাতে হবে।
প্রধান বক্তার বক্তব্যে বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম বলেন, অচিরেই এক দফার আন্দোলন শুরু হবে। তিনি বেগম খালেদা জিয়ার মুক্তি ও গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে শরিক হওয়ার জন্য জনগণের প্রতি আহ্বান জানান।
এতে বক্তব্য রাখেন এম এ হালিম, অধ্যাপক ইউনুস চৌধুরী, ছালাহউদ্দিন, নুরুল আমিন, নূর মোহাম্মদ, নুরুল আমিন চেয়ারম্যান, ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন, কাজী সালাউদ্দিন, অধ্যাপক আজম খান, অ্যাডভোকেট আবু তাহের, আব্দুল আউয়াল চৌধুরী, অধ্যাপক জসিম উদ্দিন চৌধুরী, সেলিম চেয়ারম্যান, আবু আহমেদ হাসনাত, শাহীদুল ইসলাম চৌধুরী, মাহবুব সাফা, জাকির হোসেন, সালাউদ্দিন সেলিম, মোবারক হোসেন কাঞ্চন, আহসানুল কবির তালুকদার রিপন, হাসান মোহাম্মদ জসিম, গাজী নিজাম উদ্দিন, মহিউদ্দিন খান, নিজাম উদ্দিন কমিশনার, মো. মহিউদ্দিন, জহির আজম, মোবারক হোসেন কাঞ্চন, আবুল কালাম আজাদ, মো. এজাহার মিয়া, শাহনেওয়াজ সেবুল, মুরাদ চৌধুরী, ইফতেখার উদ্দিন খান, মাহবুব সাফা, আব্দুস সালাম, ফজল বারেক, মোতালেব চৌধুরী, সৈয়দ মোহাম্মদ নাসির উদ্দিন, মো. সিদ্দিক, শফিউল আলম চৌধুরী, আব্দুল ওহাব কবির, জাহেদুল আফসার জুয়েল, মনিরুল আলম জনি, জমির উদ্দিন, রফিক উল্লাহ হামিদী, জি এম মোরশেদ, শামসুল হক বাবু, আইয়ুব খান জনি, শাহজাহান সাহিল, সুজাউদ্দৌলা, সরোয়ার হোসেন রুবেল প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।











